নিজস্ব প্রতিনিধি, আসানসোল : রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সমগ্র রাজ্যের পাশাপাশি একাধিক উন্নয়ন ঘটেছে আসানসোল শহর জুড়েও। আর এই আসানসোলের উন্নয়নের আরেকটি পদক্ষেপ নিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। আজ, ১৯ শে ডিসেম্বর, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক আসানসোলে সপ্তাহব্যাপী পরিচ্ছন্ন অনুষ্ঠানের সূচনা করলেন। এই সপ্তাহব্যাপী পরিচ্ছন্ন অনুষ্ঠান চলবে আগামী ২৫ শে ডিসেম্বর পর্যন্ত।
এছাড়াও আজকের পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, কমিশনার নিতীন সিংঘানিয়া, প্রশাসক বোর্ডের সদস্য ডঃ অমিতাভ বসু, শ্যাম সোরেন সহ আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য ও প্রাক্তন কাউন্সিলাগণ।
এদিন একটি স্বয়ংক্রিয় মেশিন সহ ভ্যানের পতাকা দেখিয়ে উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী। মন্ত্রী মলয় ঘটক এদিন বক্তৃতায় বলেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধান চন্দ্র রায়কে বাংলার রূপকার বলা হয়ে থাকে। আর আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে বাংলার একাধিক উন্নয়ন হয়েছে। বাংলার মানুষের প্রতিটি ঘরে ঘরে সরকারি পরিষেবা পৌঁছে যাচ্ছে। এই আসানসোলে আজ থেকে দশ বছরের আগের অবস্থাটা কি ছিল? আর এখন আসানসোলে উন্নয়নের জোয়ার বইছে। বিনামূল্যে রেশন পরিষেবা থেকে শুরু করে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী কার্ড সমস্ত রকম পরিষেবাই রাজ্যের মানুষ উপভোগ করছেন। বিদ্যালয়গুলিতে বিনামূল্যে বই খাতা ও মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে তৃণমূল সরকারের আমলেই। তিনি আরো বলেন, আসানসোল শহরে প্রতিদিনই সাফাই কর্মীরা তাদের পরিষেবা দিয়ে চলেছে। কিন্তু যে কাজগুলো বাকি রয়ে গিয়েছে এই এক সপ্তাহে সেগুলি সম্পূর্ণ করা হবে এই পরিচ্ছন্ন অনুষ্ঠানের মাধ্যমে।
No comments:
Post a Comment