প্রদীপ কুমার সাঁতরা : আইসিসি টি-২০ বিশ্বকাপের ৩৭ নম্বর ম্যাচে শুক্রবার মুখোমুখি হয় স্কটল্যান্ড ও ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ভারতীয় বোলারদের সামনে ধরাশায়ী হয়ে পড়ে। স্কটল্যান্ড ১৭.৪ ওভার ব্যাট করে মাত্র ৮৫ রানে অল আউট হয়ে যায়। জর্জ মুন্সি ২৪ রান, মিচেল লিসক ২১ রান ও কালাম ম্যাকলিওড ১৬ রান করেন। ভারতীয় বোলার জসপ্রীত বুমরাহ ২ টি, রবীচন্দ্রন অশ্বিন ১ টি, মোহাম্মদ সামি ৩ টি ও রবীন্দ্র জাডেজা ৩ টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনাররা ঝড়ো ব্যাটিং শুরু করেন। রোহিত শর্মা ১৬ বলে করেন ৩০ রান। কে এল রাহুল ২৬৩.২ স্ট্রাইক রেট নিয়ে মাত্র ১৯ বলে করেন ৫০ রান। রাহুল এই ইনিংসে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারি মারেন। ভারত মাত্র ৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৮৯ রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ৮ উইকেটে জিতে নেয়। এই বিশ্বকাপে এটি ভারতের দ্বিতীয় জয়। এই বিশ্বকাপে ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে অন্যান্য দলের বাকি ম্যাচের ফলাফলের উপর। নিউজিল্যান্ড যদি একটি ম্যাচে হারের মুখোমুখি হয় তাহলে দু দলের পয়েন্ট দাঁড়াবে ৬। সেক্ষেত্রে নেট রান রেট যে দলের ভালো থাকবে সেই দলই শেষ চারে পৌঁছবে। এই ম্যাচে ভারতকে তাদের নেট রান রেট ভালো করার জন্য ৪৩ বলে এই ম্যাচটিকে জেতার প্রয়োজন ছিল এবং ভারতীয় ব্যাটসম্যানরা সেটা করে দেখিয়েছে।
ম্যাচের স্কোর কার্ড --
----------------------------
স্কটল্যান্ড - ৮৫/১০ (১৭.৪ ওভার)
ভারত - ৮৯/২ (৬.৩ ওভার)
ভারত ৮ উইকেটে জয়ী।
ম্যান অফ দ্যা ম্যাচ : রবীন্দ্র জাডেজা (ভারত)


No comments:
Post a Comment