প্রদীপ কুমার সাঁতরা : আইসিসি টি-২০ বিশ্বকাপের ফাইনালে রবিবার মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। দুবাইয়ের, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ফাইনাল ম্যাচটি। অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়।
নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নামলে তাদের শুরুটা ভালো হয়নি। ওপেনার ডারিয়াল মিচেল (১১ রান) তাড়াতাড়ি আউট হয়ে যায়। এরপর ক্যাপ্টেন কেন উইলিয়ামসন ক্রিজে ব্যাট করতে আসেন। অন্য ওপেনার মার্টিন গাপটিল করেন ২৮ রান। কেন উইলিয়ামসন এই ম্যাচে অসাধারণ ব্যাটিং করেন। কেন ১৭৭.১ স্ট্রাইক রেট নিয়ে ৪৮ বলে করেন মূল্যবান ৮৫ রান। কেন তার এই ইনিংসে ১০ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারি মারেন। গ্লেন ফিলিপস ১৮ রান করেন। নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ১৭২ রান। অস্ট্রেলিয়ার বোলার যশ হেজেলউড ৩ টি ও অ্যাডাম জাম্পা ১ টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো হয়নি। দলের রান যখন ১৫, তখন ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ (৫ রান) আউট হয়ে যান। এরপর ক্রিজে আসেন মিচেল মার্শ। ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ মিলে একটি পার্টনারশিপ গড়ে দলকে ১০০ রানের গণ্ডি পার করে দেন। ডেভিড ওয়ার্নার ৩৮ বলে ৪ টি ৪ ও ৩ টি ৬ এর সাহায্যে ৫৩ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। মিচেল মার্শ তার ব্যাটিং দক্ষতায় এই ম্যাচে অস্ট্রেলিয়ার রান চেস কে অনেক সহজ করে দেয়। মিচেল মার্শ ১৫৪.০ স্ট্রাইক রেট নিয়ে ৫০ বলে ৭৭ রানের একটি অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দেন। মিচেল মার্শ তার এই ইনিংসে ৬ টি চার ও ৪ টি ছক্কা হাঁকান। অস্ট্রেলিয়া ১৮.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৩ রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ফাইনাল ম্যাচটিকে ৮ উইকেটে জিতে নেয়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে হারিয়ে টি-২০ ফরম্যাটে বিশ্বজয়ী হলো। গ্লেন ম্যাক্সওয়েল ২৮ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের বোলার ট্রেন্ট বোল্ট ২ টি উইকেট নেন। অসাধারণ ব্যাটিং এর জন্য ফাইনাল ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন মিচেল মার্শ।
ম্যাচের স্কোর কার্ড --
----------------------------
নিউজিল্যান্ড - ১৭২/৪ (২০ ওভার)
অস্ট্রেলিয়া - ১৭৩/২ (১৮.৫ ওভার)
অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচে ৮ উইকেটে জয়ী।
ম্যান অফ দ্যা ম্যাচ : মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)


No comments:
Post a Comment