Breaking

Monday, November 15, 2021

শ্রী কৃষ্ণের আরেক নাম হল দামোদর

প্রদীপ কুমার সাঁতরা : পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের আরেক নাম হল দামোদর। ' দাম ' শব্দের অর্থ হল ' রশি ' আর ' উদর ' শব্দের অর্থ হল ' কোমর '। মা যশোদা তার পুত্র শ্রী কৃষ্ণের উদরে রশি দিয়ে বন্ধন তৈরি করেছিলেন। সেই জন্যই শ্রী কৃষ্ণের আরেক নাম হয়েছে ' দামোদর '। দামোদর ব্রত বা কার্তিক ব্রত বহু দিন ধরে পালিত হয়ে আসছে বৈদিক সংস্কৃতিতে। এই দামোদর ব্রত পালন করার রীতি হল, প্রতিদিন সন্ধ্যার সময় কর্পূর সমন্বিত ঘৃত বা তিল তেল সহযোগে প্রদীপ জ্বালিয়ে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের আরতি নিবেদন করা হয়ে থাকে আর দামোদর অষ্টকম পাঠ করা হয়ে থাকে। 

No comments:

Post a Comment

Adbox