Breaking

Friday, November 19, 2021

আজ গুরু নানক দেবের শুভ জন্ম জয়ন্তী

নিজস্ব প্রতিনিধি : আজ, শুক্রবার, ১৯ নভেম্বর সারা দেশ জুড়ে পালিত হচ্ছে গুরু নানক দেবের শুভ জন্ম জয়ন্তী। এই দিনটির গুরুত্ব শিখ সম্প্রদায়ের কাছে অপরিসীম। গুরু নানক হলেন শিখ ধর্মের প্রবর্তক। তিনি ১০ জন শিখ গুরুর মধ্যে প্রথম শিখ গুরু। এই বিশেষ দিনে তার প্রতি শ্রদ্ধা জানান শিখ ধর্মের মানুষেরা। শিখ সম্প্রদায় এর মানুষেরা বিশ্বাস করেন যে, গুরু নানক সারা বিশ্বকে আলোকিত করে রেখেছেন। তাই এই দিনে ওনার আশির্বাদ লাভ করার জন্য আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। এই বছর গুরু নানক এর ৫৫২ তম জন্ম জয়ন্তী পালিত হচ্ছে। গুরু নানক জন্ম গ্রহণ করেন ১৪৬৯ খ্রিস্টাব্দে। গুরু নানক এক ঈশ্বরে বিশ্বাসী ছিলেন।

No comments:

Post a Comment

Adbox