Breaking

Sunday, October 17, 2021

' জিৎ ' এর নতুন ছবি ' রাবণ ' (Raavan) এর শুটিং শুরু হবে খুব শীঘ্রই


বিনোদন ডেস্ক :  এই পুজোতে জিৎ এর মুক্তি পাওয়া ছবি ' বাজি ' এখনও সিনেমা হল গুলিতে রমরমিয়ে চলছে। আর এরই মাঝে টলিউড সুপারস্টার জিৎ নিজের আগামী ছবির ঘোষণা করলেন। শনিবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, জিৎ তার আগামী ছবির একটি পোস্টার শেয়ার করেন। এই নতুন ছবির নাম হল ' রাবণ ' (Raavan)। এই নতুন ছবির পোস্টারে জিৎকে একেবারে নতুন লুকে দেখা যাচ্ছে। এই পোস্টারে জিৎকে একজন খলনায়ক এর লুকে দেখা যাচ্ছে। তাহলে কি জিৎ তার নতুন ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন। এই নিয়ে জল্পনা ইতিমধ্যেই তুঙ্গে। এই নতুন লুকে জিৎ লম্বা চুল, এক গাল দাড়ি, মোচা গোঁফ ও একটি ভ্রুতে কাটা দাগ রয়েছে। এছাড়াও এই লুকের মধ্যে তার একটি চোখের মনির রং বাদামী আর অন্য চোখের মনির রং লাল। যা দর্শকদের নজর কেড়েছে সবচাইতে বেশি। আর এই পোস্টারে জিৎ এর হাসিতে ভয়ানক হিংস্রতা ধরা পড়েছে। জিৎ এই নতুন চরিত্রের অপেক্ষায় তার ভক্তরা। নেগেটিভ চরিত্রে এর আগে দেখা যায়নি জিৎকে। তাহলে কি জিৎ এবার হিরো ইমেজ থেকে বেরিয়ে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে চলেছেন। জিৎ এর এই নতুন ছবির পরিচালনা করবেন এমএন রাজ। এই ছবিটির প্রযোজনাও করবেন জিৎ। জানা গেছে, এই নতুন ছবির শুটিং শুরু হবে খুব শীঘ্রই। 

No comments:

Post a Comment

Adbox