কোন দিন করবেন এবারের কোজাগরী লক্ষ্মীপুজো?
নিজস্ব প্রতিনিধি : পশ্চিমবঙ্গে দুর্গাপূজার পরে আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে যে দেবীর পূজা করা হয়ে থাকে তিনিই হলেন দেবী লক্ষ্মী। এই লক্ষ্মী পূজাকে ' কোজাগরী লক্ষ্মী ' পূজা বলা হয়ে থাকে। হিন্দু ধর্ম অনুযায়ী, দেবী লক্ষ্মী হলেন ধন-সম্পদ ও সৌভাগ্যের দেবী। দেবী লক্ষ্মীর বাহন হল পেঁচা।
এবছরের ' কোজাগরী লক্ষ্মী ' পূজা কোন দিন করবেন? এবছরের কোজাগরী পূর্ণিমা লাগছে ১৯ অক্টোবর, মঙ্গলবার, সন্ধ্যে ৭:০৩ এ আর পূর্ণিমা ছাড়ছে ২০ অক্টোবর, বুধবার, সন্ধ্যে ৭:২৬ এ। তাহলে এখন প্রশ্ন হলো কোজাগরী লক্ষ্মীপুজো করার সঠিক দিন কোনটি? নিশিযাপন হলো কোজাগরী লক্ষ্মীপুজোর প্রধান একটি অঙ্গ। শাস্ত্রে পূজার পর রাত্রি জাগরনের বিধান রয়েছে। এবছরের নিশি পাচ্ছে ১৯ অক্টোবর, মঙ্গলবার। তাহলে কি ওই দিনই করবেন আপনার বাড়ির লক্ষ্মী পুজো।
আবার অন্য মত অনুযায়ী, যে দিন প্রদোষ কালে অর্থাৎ সূর্যাস্তের কিছু পূর্ব সময় থেকে সূর্যাস্তের পরের কিছু সময় পর্যন্ত পূর্ণিমা থাকবে সেই দিনই লক্ষ্মীপুজো হবে। অর্থাৎ বুধবার করা হবে এবারের লক্ষ্মী পুজো।
তাহলে এবছরের আপনার বাড়ির কোজাগরী লক্ষ্মীপুজো আপনি কোন দিন করবেন জানান কমেন্ট করে।


No comments:
Post a Comment