Breaking

Saturday, October 16, 2021

আইপিএল ২০২১ : কলকাতাকে হারিয়ে আইপিএল জয়ী ধোনির চেন্নাই সুপার কিংস

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : আইপিএল ২০২১ এর ফাইনাল ম্যাচটি শুক্রবার, দুবাইয়ের, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও ইয়ন মরগানের কলকাতা নাইট রাইডার্স। কলকাতা টসে জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। 
প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংসের শুরুটা ভালোই হয়। ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও ফ্যাফ ডুপ্লেসিস প্রথম উইকেটের পার্টনারশিপ হিসেবে ৬১ রান যোগ করেন। ঋতুরাজ এই ম্যাচে ৩২ রান করেন। ঋতুরাজ গায়কোয়াড় এই টুর্ণামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে 'অরেঞ্জ ক্যাপ হোল্ডার' হন। অন্য ওপেনার ফ্যাফ ডুপ্লেসিস এই ম্যাচে অসাধারণ ইনিংস খেলেন। ফ্যাফ, ১৪৫.৭৬ স্ট্রাইক রেট নিয়ে ৫৯ বলে করেন মূল্যবান ৮৬ রান। ফ্যাফ  তার এই ইনিংসে ৭ টি ৪ ও ৩ টি ছক্কা হাঁকান। রবিন উথাপ্পা ১৫ বলে ৩ টি ছক্কার সাহায্যে করেন ৩১ রান। মঈন আলি ২০ বলে ২ টি ৪ ও ৩ টি ৬ এর সাহায্যে করেন ৩৭ রান। চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে করে ১৯২ রান। কলকাতার বোলার শিভাম মাভি ১ টি ও সুনীল নারিন ২ টি উইকেট নেন। 
জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স এর ওপেনার শুভমান গিল ও ভেঙ্কটেশ আইয়ার ইনিংসের শুরুটা দুর্দান্ত করেন। এই দুই ওপেনার ব্যাটসম্যান প্রথম উইকেটের পার্টনারশিপ হিসেবে ৯১ রান সংগ্রহ করেন। ভেঙ্কটেশ  আইয়ার ৩২ বলে করেন ৫০ রান। ভেঙ্কটেশ এই ইনিংসে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারি মারেন। শুভমান গিল ৪৩ বলে ৬ টি ৪ এর সাহায্যে করেন ৫১ রান। এরপর কলকাতার কোনো ব্যাটসম্যানই বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ হন। লকি ফার্গুসন এর ১৮ রান ও শিভাম মাভির ২০ রান একটু প্রতিরোধ গড়ে তুললেও শেষ রক্ষা হয়নি। কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৬৫ রানই করতে পারে। চেন্নাই সুপার কিংস এই ফাইনাল ম্যাচটিকে ২৭ রানে জিতে নিয়ে আইপিএল ২০২১ এর চ্যাম্পিয়ন হয়। চেন্নাই এর বোলার দীপাক চাহার ১ টি, যশ হেজেলউড ২ টি, শার্দুল ঠাকুর ৩ টি, ডোয়েন ব্র্যাভো ১ টি ও রবীন্দ্র জাডেজা ২ টি উইকেট নেন। 
ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন হিসেবে এটি ৩০০ তম টি-২০ ম্যাচ আর সেই ম্যাচটি জিতে ধোনি তার মুকুটে আরো একটি পালক যুক্ত করলেন। আইপিএল এর ইতিহাসে চেন্নাই সুপার কিংসের হয়ে এটি ধোনির চতুর্থ ট্রফি জয়। কলকাতাকে ফাইনাল ম্যাচে ২৭ রানে হারিয়ে ধোনি ব্রিগেড এই নজির স্থাপন করলো। অসাধারণ ব্যাটিং এর জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন চেন্নাইয়ের ফ্যাফ ডুপ্লেসিস। 
ম্যাচের স্কোর কার্ড --
-----------------------------
CSK - ১৯২/৩ (২০ ওভার) 
KKR - ১৬৫/৯ (২০ ওভার) 
চেন্নাই সুপার কিংস ফাইনাল ম্যাচে ২৭ রানে জয়ী। 

ম্যান অব দ্যা ম্যাচ : ফ্যাফ ডুপ্লেসিস (CSK)


No comments:

Post a Comment

Adbox