শুভ বিজয়ার দিনে প্রথা মেনে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা
নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আজ শুভ বিজয় দশমী। আর এই বিজয়া দশমীর দিন প্রথা মেনে মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। এদিন গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার দুর্গা মন্দিরের দুর্গা পুজোতে দশমীর দিন সিঁদুর খেলায় মাতলেন স্থানীয় মহিলারা। প্রথা মেনে এই দুর্গা মন্দিরের দুর্গা প্রতিমা দশমীর দিনেই বিসর্জন করা হয়ে থাকে। এদিন কম সংখ্যক মহিলার মন্দিরের গর্ভ গৃহে প্রবেশ করে একে একে সিঁদুর খেলেন। একে অপরকে সিঁদুর লাগিয়ে সিঁদুর খেলায় মাতলেন স্থানীয় মহিলারা। তবে অনেকের মুখেই এদিন মাস্ক ছিল না।


No comments:
Post a Comment