নিজস্ব প্রতিবেদক : আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন জার্সি প্রকাশ্যে এলো বৃহস্পতিবার বুর্জ খলিফার আলোর খেলায়। গত বুধবার ভারতের নতুন জার্সি প্রকাশ করে ভারতীয় ক্রিকেট দল।
আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য এই নতুন জার্সি গায়ে দেখা গেছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে। এছাড়াও এই নতুন জার্সিতে দেখা গেছে রোহিত শর্মা, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা ও যশপ্রীত বুমরাহকে। এই প্রথম কোনো একটি ক্রিকেট দলের নতুন জার্সি বুর্জ খলিফার আলোর খেলায় প্রকাশ্যে আসতে দেখা গেলো। বিসিসিআই টুইট করে জানায়, এই ঘটনা একটি ঐতিহাসিক ঘটনা, একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রসঙ্গত উল্লেখ্য, ১৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ভারতীয় দল এই বিশ্বকাপে প্রথম মাঠে নামবে ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। নতুন জার্সি গায়ে মাঠে নামবে বিরাট বাহিনী।


No comments:
Post a Comment