প্রদীপ কুমার সাঁতরা : আইপিএল ২০২১ এর কোয়ালিফায়ার-২ তে মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। বুধবার, শারজাতে এই দুটি দল লড়াইয়ে নামে ফাইনালে প্রবেশের জন্য। কলকাতা টসে জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়।
প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে করে ১৩৫ রান। ওপেনার পৃথ্বী শা ১৮ রান ও শিখর ধাওয়ান ৩৬ রান করে আউট হয়ে যান। মার্কাস স্টইনিস ১৮ রান, ক্যাপ্টেন ঋষভ পান্থ ৬ রান ও শিমরণ হেটমায়ার ১৭ রান করেন। শ্রেয়াস আইয়ার ৩০ রান করে ও আকসার প্যাটেল ৪ রান করে অপরাজিত থাকেন। কলকাতার বোলার লকি ফার্গুসন ১ টি, বরুণ চক্রবর্তী ২ টি ও শিভাম মাভি ১ টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে আসেন কলকাতার দুই ইন-ফর্ম ওপেনার শুভমান গিল ও ভেঙ্কটেশ আইয়ার। এই দুই ওপেনার ব্যাটসম্যান কলকাতার ইনিংসের শুরুটা ভালোই করে। প্রথম উইকেটের পার্টনারশিপ হিসাবে তারা ৯৬ রান সংগ্রহ করেন। ভেঙ্কটেশ আইয়ার ১৩৪.১৪ স্ট্রাইক রেট নিয়ে ৪১ বলে করেন মূল্যবান ৫৫ রান। ভেঙ্কটেশ তার এই ইনিংসে ৪ টি ৪ ও ৩ টি ছক্কা হাঁকান। শুভমান গিল ৪৬ রান করেন। নীতিশ রানা ১৩ রানে আউট হন। কলকাতাকে জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৭ রানের। শেষ ওভারে বল করতে আসেন দিল্লির বোলার রবীচন্দ্রন অশ্বিন। শেষ ওভারের প্রথম বলে রাহুল ত্রিপাঠি ১ রান নেন। দ্বিতীয় বলে কোনো রান করতে ব্যর্থ হন সাকিবুল হাসান। ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউ হন সাকিবুল হাসান। ওভারের চতুর্থ বলে রবীচন্দ্রন অশ্বিন আউট করেন সুনীল নারিনকে। ওভারে পঞ্চম বলটি ছিল হ্যাট্রিক বল কিন্তু সেই বলে ছক্কা মেরে কলকাতাকে ম্যাচ জেতান রাহুল ত্রিপাঠি। কলকাতা ১৯.৫ ওভার ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৬ রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ৩ উইকেটে জিতে নেয়। রাহুল ত্রিপাঠি ১২ রানে অপরাজিত থাকেন। দিল্লির বোলার আনরিচ নর্টজে ২ টি, রবীচন্দ্রন অশ্বিন ২ টি, আবেশ খান ১ টি ও কাগিসো রাবাডা ২ টি উইকেট নেন।
কোয়ালিফায়ার-২ তে দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২১ এর ফাইনালে পৌঁছে গেলো। ফাইনালে কলকাতার বিরুদ্ধে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস।
ম্যাচের স্কোর কার্ড --
----------------------------
DC - ১৩৫/৫ (২০ ওভার)
KKR - ১৩৬/৭ (১৯.৫ ওভার)
কলকাতা নাইট রাইডার্স ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ : ভেঙ্কটেশ আইয়ার (KKR)


No comments:
Post a Comment