Breaking

Wednesday, October 13, 2021

নবরাত্রি পূজা

 

প্রদীপ কুমার সাঁতরা :  বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গোৎসব। আর আজ এই দুর্গোৎসব এর মহা অষ্টমী। আর এই সময়েই নবরাত্রি রূপে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করা হয়ে থাকে। এই নবরাত্রি হলো আদ্যাশক্তি মহামায়ার আরাধনার সর্বোৎকৃষ্ট সময়। এই ৯ দিন নবদুর্গার ৯ টি রূপের পূজা করা হয়ে থাকে। প্রথম দিনে শৈলপুত্রীর আরাধনা করা হয়। তারপর দ্বিতীয় দিনে ব্রহ্মচারিণীর আরাধনা করা হয়। এরপর ক্রমান্বয়ে যথাক্রমে -  চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রির আরাধনা করা হয়। অষ্টমীতে মহাগৌরীর আর নবমীতে সিদ্ধিদাত্রীর আরাধনা করা হয়ে থাকে।

No comments:

Post a Comment

Adbox