Breaking

Tuesday, October 12, 2021

মহাসপ্তমীর দিন রীতি মেনে শুরু হয় মা দুর্গার আরাধনা

প্রদীপ কুমার সাঁতরা : বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গোৎসব। আর আজ মঙ্গলবার এই দুর্গোৎসব এর মহাসপ্তমী। এই মহাসপ্তমীর দিন রীতি মেনে শুরু হয় মা দুর্গার আরাধনা। এদিন দেবীজ্ঞানে ৯ টি ঔষধি বৃক্ষের স্নান করানো হয়। সকাল সকাল গঙ্গার ঘাটে কলা বউ স্নান করানো হয়। নবপত্রিকার পর করানো হয় দেবীর মহাস্নান। এদিন দেবীর নবপত্রিকা স্নান ও প্রাণ প্রতিষ্ঠা করা হয়। মহাসপ্তমীর দিন রীতি মেনে এই দুটি আচার অনুষ্ঠানই হলো প্রধান। এদিন দেবীর প্রাণ প্রতিষ্ঠার পর শুরু করা হয় মা দুর্গার মহাপুজো। আপামোর বাঙালি ব্রতী হন দেবীর আরাধনায়।

No comments:

Post a Comment

Adbox