Breaking

Tuesday, October 12, 2021

আইপিএল ২০২১ : আরসিবিকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফায়ার-২ তে পৌঁছলো

প্রদীপ কুমার সাঁতরা :  আইপিএল ২০২১ এর এলিমিনেটর ম্যাচে সোমবার শারজাতে মুখোমুখি হয় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে ব্যাঙ্গালোর নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ১৩৮ রান। দেবদত্ত পাটিকেল ২১ রান ও বিরাট কোহলি ৩৯ রান করেন। গ্লেন ম্যাক্সওয়েল (১৫ রান) ও এবি ডি ভিলিয়ার্স (১১ রান) এই ম্যাচে বড়ো ইনিংস খেলতে ব্যর্থ হন। 
কলকাতার বোলার সুনীল নারিন এই ম্যাচে অসাধারণ বোলিং করে তুলে নেন মূল্যবান ৪ টি উইকেট। লকি ফার্গুসন নেন ২ টি উইকেট। 
জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ১৯.৪ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৯ রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ৪ উইকেটে জিতে নেয়। শুভমান গিল ২৯ রান, ভেঙ্কটেশ আইয়ার ২৬ রান, নীতিশ রানা ২৩ রান ও সুনীল নারিন ২৬ রান করেন। আরসিবির বোলার মোহাম্মদ সিরাজ, হার্শেল পাটেল ও যুজুুবেন্দ্র চাহাল প্রত্যেকে ২ টি করে উইকেট নেন। 
এলিমিনেটর ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৪ উইকেটে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২১ এর কোয়ালিফায়ার - ২ তে পৌঁছে গেলো। 

ম্যাচের স্কোর কার্ড --
-------------------------------
RCB - ১৩৮/৭ (২০ ওভার) 
KKR - ১৩৯/৬ (১৯.৪ ওভার) 

কলকাতা নাইট রাইডার্স ৪ উইকেটে জয়ী। 

ম্যান অব দ্যা ম্যাচ : সুনীল নারিন (KKR)

No comments:

Post a Comment

Adbox