আমতায় বন্যা কবলিত মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলো রেড ভলেন্টিয়ার্স
নিজস্ব প্রতিনিধি, হাওড়া : বেশ কিছু দিন আগে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে সারা রাজ্য জুড়ে প্রবল বৃষ্টিপাত হয়। গ্রামীণ হাওড়ার মধ্যেও প্রবল বৃষ্টিপাত হয়। এই প্রবল বর্ষণের ফলে নদী গুলিতে জলরাশির পরিমাণ বৃদ্ধি পায় আর তার ফলে একাধিকবার জল ছাড়তে বাধ্য হয় ডিভিসি। আর এই ডিভিসির জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল গ্রামীণ হাওড়ার আমতা, উদয়নারায়নপুর সহ একাধিক জায়গাতে। এদিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর তাই আমতা ২ ব্লকের জয়পুর থানার অন্তর্গত কলস দিহি গ্রামের মাকাল দহ এলাকার বন্যা কবলিত মানুষদের পুজোতে মুখে হাসি ফোটাতে উদ্যোগী রেড ভলেন্টিয়ার্স গ্রুপের সদস্যরা। সোমবার দুর্গা ষষ্ঠীর দিন বিকালে খাদ্য সামগ্রী বিতরণ করলো রেড ভলেন্টিয়ার্স এর বাউড়িয়া - চেঙ্গাইল - ফুলেস্বর শাখার সদস্যরা। এদিন প্রায় ২২৫ টি পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেয় এই রেড ভলেন্টিয়ার্স গ্রুপের সদস্যরা। এদিন রেড ভলেন্টিয়ার্স এর বাউড়িয়া - চেঙ্গাইল - ফুলেশ্বর গ্রুপের প্রায় ২০ সদস্যের একটি দল পৌঁছে যায় আমতায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিল এই রেড ভলেন্টিয়ার্স গ্রুপের অন্যতম সদস্য মনোজ ব্যানার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন রেড ভলেন্টিয়ার্স গ্রুপের সদস্য মোঃ কামাল, মোহাম্মদ হাকিম, মিলন খান, বিভাস মিস্ত্রি, বিশ্বজিৎ হুদাতি, দীপক রায়, সবিত শ্রী সহ অন্যান্য আরো সদস্যরা। পুজোর সময় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি ওই এলাকার মানুষজন।


No comments:
Post a Comment