প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : আইপিএল ২০২১ এর কোয়ালিফায়ার ১ - এ রবিবার মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। এই ম্যাচটি দুবাইতে অনুষ্ঠিত হয়। চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি টসে জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেন।
দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ১৭২ রান। ওপেনার পৃথ্বী শা ১৭৬.৪৭ স্ট্রাইক রেট নিয়ে ৭ টি ৪ ও ৩ টি ৬ এর সাহায্যে ৩৪ বলে করেন মূল্যবান ৬০ রান। শিমরন হেটমায়ার ২৪ বলে করেন ৩৭ রান। ক্যাপ্টেন ঋষভ পান্থ ৩৫ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। চেন্নাইয়ের বোলার যশ হাজেলউড ২ টি, রবীন্দ্র জাডেজা ১ টি, মঈন আলি ১ টি ও ডোয়েন ব্র্যাভো ১ টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের ওপেনার ফাফ ডুপ্লেসিস মাত্র ১ রান করে আউট হয়ে যান। এরপর ঋতুরাজ গায়কোয়াড ও রবিন উথাপ্পা চেন্নাইয়ের ইনিংস এগিয়ে নিয়ে যান। রবিন উথাপ্পা ৪৪ বলে করেন ৬৩ রান। ঋতুরাজ গায়কোয়াড ১৪০.০ স্ট্রাইক রেট নিয়ে ৫০ বলে করেন মূল্যবান ৭০ রান। ঋতুরাজ এই ইনিংসে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারি মারেন। মঈন আলি ১৬ রান করেন। ইনিংসের শেষে চেন্নাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ বলে ২৪ রান। এই সময় ক্রিজে ব্যাট করতে আসেন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। ধোনি ৩০০.০ স্ট্রাইক রেট নিয়ে মাত্র ৬ বলে করেন অপরাজিত ১৮ রান। ধোনি এই ইনিংসে ৩ টি ৪ ও ১ টি ছক্কা হাঁকান। চেন্নাই ১৯.৪ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৩ রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ৪ উইকেটে জিতে নেয়। দিল্লির বোলার আনরিচ নর্টজে ১ টি, আবেশ খান ১ টি ও টম কারান ৩ টি করে উইকেট নেন।
কোয়ালিফায়ার ১ - এ দিল্লি ক্যাপিটালসকে ৪ উইকেটে হারিয়ে চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২১ এর ফাইনালে পৌঁছে গেলো।
ম্যাচের স্কোর কার্ড --
-------------------------------
DC - ১৭২/৫ (২০ ওভার)
CSK - ১৭৩/৬ (১৯.৪ ওভার)
চেন্নাই সুপার কিংস ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ : ঋতুরাজ গায়কোয়াড (CSK)


No comments:
Post a Comment