পুজোর আগে দুস্থ পরিবারের মুখে হাসি ফোটাতে বস্ত্র বিতরণ করলো রেড ভলেন্টিয়ার্স
নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া : প্রায় দু বছর ধরে করোনা মহামারীর কারণে কাজ হারিয়েছে বহু মানুষ। আর কিছু দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই সমস্ত কাজ হারানো ও দুস্থ প্রান্তিক মানুষদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী রেড ভলেন্টিয়ার্স গ্রুপের সদস্যরা।
বুধবার মহালয়ার দিন সকালে গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার বৌলখালিতে অবস্থিত উলুবেড়িয়া পৌর উত্তর এরিয়া কমিটির অফিস থেকে বস্ত্র বিতরণ করলো রেড ভলেন্টিয়ার্স এর বাউড়িয়া - চেঙ্গাইল - ফুলেস্বর শাখার সদস্যরা। এদিন সকালে দলীয় পতাকা উত্তোলন করে আজকের কর্মসূচি শুরু করা হয়। তারপর শুরু হয় বস্ত্র বিতরণ। এদিন প্রায় ২০০ জনের হাতে বস্ত্র তুলে দেয় রেড ভলেন্টিয়ার্স গ্রুপের সদস্যরা।
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা দিলীপ মন্ডল ও মনোজ ব্যানার্জী। উপস্থিত এই রেড ভলেন্টিয়ার্স গ্রুপের কনভেনর সৌমেন বাগ। এছাড়াও উপস্থিত ছিলেন রেড ভলেন্টিয়ার্স গ্রুপের সদস্য শৈলেন বাগ, মোঃ কামাল, মোঃ হাকিম, বিশ্বজিৎ হুদাতি, বিশ্বজিৎ দাস, দেবাশিস পুরকাইত সহ অন্যান্য আরো সদস্যরা। এই রেড ভলেন্টিয়ার্স গ্রুপের কনভেনর জানান, তারা মূলত দুস্থ প্রান্তিক ও কাজ হারানো মানুষদের মধ্যে এই বস্ত্র বিতরণ করেছে। আগামী দিনে রেড ভলেন্টিয়ার্স সর্বতো ভাবে মানুষের পাশে থাকার আপ্রাণ চেষ্টা করবে।


No comments:
Post a Comment