প্রদীপ কুমার সাঁতরা : আইপিএল ২০২১ এর ৫১ নম্বর ম্যাচটি মঙ্গলবার শারজাতে অনুষ্ঠিত হয়। মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে করে মাত্র ৯০ রান। মুম্বাইয়ের বোলাররা রাজস্থানের ব্যাটিং লাইন আপ বিধ্বস্ত করে দেয় দুর্দান্ত বোলিং দিয়ে। এভিন লুইস ২৪ রান, যশস্বী জয়সওয়াল ১২ রান, ডেভিড মিলার ১৫ রান, রাহুল তেওয়াটিয়া ১২ রান করেন। মুম্বাইয়ের বোলার জাসপ্রিত বুমরাহ ২ টি, নাথান কোল্টার নাইল ৪ টি ও জেমস নিশাম ৩ টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স মাত্র ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৯৪ রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ৮ উইকেটে জিতে নেয়। রোহিত শর্মা ২২ রান ও সূর্য কুমার যাদব ১৩ রান করে আউট হয়ে যান। ঈশান কিশান ২০০.০ স্ট্রাইক রেট নিয়ে ২৫ বলে করেন অপরাজিত ৫০ রান। ঈশান এই ইনিংসে ৫ টি ৪ ও ৩ টি ছক্কা হাঁকান। হার্দিক পান্ডিয়া ৫ রানে অপরাজিত থাকেন। রাজস্থানের বোলার মোস্তাফিজুর রহমান ও চেতন শাকারিয়া প্রত্যেকে ১ টি করে উইকেট নেন।
ম্যাচের স্কোর কার্ড --
----------------------------
RR - ৯০/৯ (২০ ওভার)
MI - ৯৪/২ (৮.২ ওভার)
মুম্বাই ইন্ডিয়ান্স ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ : নাথান কোল্টার নাইল (MI)


No comments:
Post a Comment