Breaking

Sunday, October 3, 2021

মা হলেন নেহা ধুপিয়া

বিনোদন ডেস্ক :  আবার মা হলেন নেহা ধুপিয়া। তিনি রবিবার এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। অঙ্গদ বেদী সোশাল নেটওয়ার্কিং সাইটে, এই সুখবর সবাইকে জানান। এদিন অঙ্গদ বেদী অন্তঃসত্ত্বা নেহা ধুপিয়ার সাথে ছবি পোস্ট করে জানিয়েছেন, নেহার পুত্র সন্তান হয়েছে। ঈশ্বরের কৃপায় আমাদের জীবনে পুত্র সন্তান এসেছে। অঙ্গদ জানিয়েছেন, তাদের সন্তান ও নেহা সুস্থ আছে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালে বিয়ে হয়েছিল তাদের। সেই বছরই জন্ম হয় তাদের প্রথম কন্যা সন্তান মেহর - এর। আর চলতি বছরের কয়েক মাস আগে অঙ্গদ ও নেহা জানান, তারা আবার মাতা - পিতা হতে চলেছেন।

No comments:

Post a Comment

Adbox