Breaking

Sunday, October 3, 2021

আইপিএল ২০২১ : ঋতুরাজ গায়কোয়াড় এর শতরান, কিন্তু জয় অধরাই রইলো চেন্নাই সুপার কিংসের

প্রদীপ কুমার সাঁতরা :  আইপিএল ২০২১ এর ৪৭ নম্বর ম্যাচটি শনিবার, আবুধাবিতে অনুষ্ঠিত হয়। মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। রাজস্থান টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয়।
চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ১৮৯ রান। ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় এই ম্যাচে অসাধারণ ব্যাটিং করে নিজের শতরান পূর্ণ করেন। ঋতুরাজ ১৬৮.৩ স্ট্রাইক রেট নিয়ে ৬০ বলে করেন অপরাজিত ১০১ রান। ঋতুরাজ তার এই ইনিংসে ৯ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারি হাঁকান। ফাফ ডুপ্লেসিস ২৫ রান ও মঈন আলী ২১ রান করেন। রবীন্দ্র জাডেজা করেন ১৫ বলে অপরাজিত ৩২ রান। রাজস্থানের বোলার চেতন শাকারিয়া ১ টি ও রাহুল তেওয়াটিয়া ৩ টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে রাজস্থানের ওপেনার এভিন লুইস ও যশস্বী জয়সওয়াল শুরুটা ভালো করেন। তারা প্রথম উইকেটের পার্টনারশিপ হিসেবে ৭৭ রান সংগ্রহ করে। যশস্বী জয়সওয়াল ২১ বলে করেন ৫০ রান। তিনি ৬ টি ৪ ও ৩ টি ৬ মারেন। এভিন লুইস ২৭ রান ও সঞ্জু স্যামসন ২৮ রান করেন। শিভম দুবে এই ম্যাচে অসাধারণ একটি ইনিংস খেলে দলকে জয় এনে দেন। দুবে, ১৫২.৪ স্ট্রাইক রেট নিয়ে ৪২ বলে করেন মূল্যবান অপরাজিত ৬৪ রান। দুবে, তার এই ইনিংসে ৪ টি ৪ ও ৪ টি ছক্কা হাঁকান। গ্লেন ফিলিপস ১৪ রানে অপরাজিত থাকেন। রাজস্থান রয়েলস ১৭.৩ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৯০ রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ৭ উইকেটে জিতে নেয়। চেন্নাই এর বোলার শার্দুল ঠাকুর ২ টি ও কেএম আসিফ ১ টি উইকেট নেন। 
ম্যাচের স্কোর কার্ড --
----------------------------
CSK - ১৮৯/৪ (২০ ওভার) 
RR - ১৯০/৩ (১৭.৩ ওভার) 

রাজস্থান রয়েলস ৭ উইকেটে জয়ী। 

ম্যান অব দ্যা ম্যাচ : ঋতুরাজ গায়কোয়াড় (CSK)

No comments:

Post a Comment

Adbox