Breaking

Sunday, October 3, 2021

আসছে নতুন ধারাবাহিক " খুকুমণি হোম ডেলিভারি "

প্রদীপ কুমার সাঁতরা :  ' স্টার জলসা'য় আসতে চলেছে এক নতুন ধারাবাহিক যার নাম " খুকুমনি হোম ডেলিভারি "। ইতিমধ্যেই এই নতুন ধারাবাহিকের প্রোমো সামনে এসেছে। আর প্রোমো দেখার পর থেকেই অপেক্ষায় রয়েছে দর্শকরা কবে দেখা যাবে এই নতুন ধারাবাহিক। 
বর্তমানে একেবারে ভিন্ন ধরনের গল্প নিয়ে বাংলা ধারাবাহিক করা হচ্ছে। এই নতুন ধারাবাহিক " খুকুমণি হোম ডেলিভারি "- তেও এক নতুন গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই নতুন ধারাবাহিকের নায়িকা তার মামা মামির খাবার হোম ডেলিভারি করার ব্যাবসা সামলায়। শীত, গ্রীষ্ম, বর্ষা - খুকুমনি হোম ডেলিভারিই ভরসা। এই গল্পের নায়িকা বাইক চালিয়ে খাবার বাড়ি বাড়ি ডেলিভারি করতে যায়। আর খাবার ডেলিভারি করতে আসা এক বাড়িতে দেখা হয় গল্পের নায়কের সাথে। এই নতুন ধারাবাহিকে অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে " দীপান্বিতা রক্ষিত "- কে। ' সাঁঝের বাতি ' - ধারাবাহিকে চুমকির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। খলনায়িকা চরিত্রের পর এবার দীপান্বিতাকে দেখা যাবে প্রধান অভিনেত্রীর ভূমিকায়। 
এই নতুন ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে " রাহুল মজুমদার "- কে। প্রোমো দেখে সম্ভবত যেটা বোঝা যাচ্ছে, রাহুল এই ধারাবাহিকে এক মানসিক ভাবে অসুস্থ ব্যাক্তির চরিত্রে অভিনয় করছেন। আর সম্ভবত, নায়িকার হাতেই তাকে সুস্থ করার দায়িত্ব দেওয়া হবে। এই নতুন ধারাবাহিকটির প্রোডাকশন হাউস হল ' ব্লুজ '। বাংলা ধারাবাহিক প্রেমীরা এই নতুন ধারাবাহিকের অপেক্ষায় রয়েছে।

No comments:

Post a Comment

Adbox