প্রদীপ কুমার সাঁতরা : মা মহাকালীর যে রূপের আমরা আরাধনা করে থাকি সেখানে মা কালীর পায়ের নিচে শায়িত থাকেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। কথিত আছে, একদা অসুরদের পরাজিত করে মা কালী প্রবল বিজয় নৃত্য শুরু করেছিলেন। অসুরদের মুন্ড দিয়ে গলার মালা ও কোমর বন্ধ বানিয়ে দেবী তা ধারণ করেছিলেন। মা কালীর সেই নৃত্যে সারা বিশ্ব ব্রহ্মান্ডে ত্রাহি ত্রাহি রব সৃষ্টি হয়। দেবীর নৃত্যে বিশ্বব্রহ্মাণ্ডে মহাপ্রলয় শুরু হয়। এই রকম পরিস্থিতিতে মহাদেব সৃষ্টির রক্ষার জন্য মা কালীর নৃত্য বন্ধ করার জন্য স্বয়ং মহাদেব মা কালীর সামনে গিয়ে শুয়ে পড়েন। নৃত্যে বিভোর হয়ে দেবী স্বামীর বুকের উপর পা তুলে দেন এবং তা দেখে দেবী নিজের জিভ কাটেন। আর এই আদি রূপই প্রাচীন কাল থেকে পূজিত হয়ে আসছে।
মা মহাকালীর এই রুপেরই আবার দুটি ভাগ রয়েছে। কোথাও মা কালীর বাম পা আবার কোথাও মা কালীর ডান পা এগিয়ে থাকতে দেখা যায় মহাদেবের দিকে। মা কালীর বিগ্রহে বাম পা এগিয়ে থাকলে তিনি হলেন ' বামা কালী '। আর যদি দেবীর বিগ্রহে ডান পা এগিয়ে থাকলে তিনি হলেন ' দক্ষিণা কালী '। এই দুই রূপেই পূজিত হয়ে আসছেন মা মহাকালী।


No comments:
Post a Comment