Breaking

Sunday, October 17, 2021

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ১০ উইকেটে হারালো ওমান

প্রদীপ কুমার সাঁতরা :  আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২১ এর প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় ওমানের, আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ড ওমান ক্রিকেটে। মুখোমুখি ওমান ও পাপুয়া নিউ গিনি। 

পাপুয়া নিউ গিনি প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১২৯ রান। ক্যাপ্টেন আসাদ ভালা ৫৬ রান ও চার্লস আমিনী ৩৭ রান করেন। ওমানের বোলার বিলাল খান ২ টি, খালিমুল্লাহ ২ টি ও জিসান মাকসুদ ৪ টি উইকেট নেন। 
জবাবে ব্যাট করতে নেমে ওমান মাত্র ১৩.৪ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩১ রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ১০ উইকেটে জিতে নেয়। ওপেনার আকিব ইলিয়াস অপরাজিত ৫০ রান ও যতীন্দ্রর সিং অপরাজিত ৭৩ রানের অসাধারণ ইনিংস খেলে ওমানকে জয় এনে দেয়। অসাধারণ বোলিং এর জন্য ওমানের বোলার জিসান মাকসুদ ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। 

ম্যাচের স্কোর কার্ড --
----------------------------
পাপুয়া নিউ গিনি - ১২৯/৯ (২০ ওভার) 
ওমান - ১৩১/০ (১৩.৪ ওভার) 

ওমান ১০ উইকেটে জয়ী। 

ম্যান অব দ্যা ম্যাচ : জিসান মাকসুদ (ওমান)

No comments:

Post a Comment

Adbox