Breaking

Monday, October 18, 2021

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশকে ৬ রানে হারালো স্কটল্যান্ড

প্রদীপ কুমার সাঁতরা :  আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২১ এর দ্বিতীয় ম্যাচে রবিবার ওমানে মুখোমুখি হয় স্কটল্যান্ড ও বাংলাদেশ। 
স্কটল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে করে ১৪০ রান। জর্জ মুন্সি ২৯ রান, ক্রিস গ্রিভস ৪৫ রান ও মার্ক ওয়াট ২২ রান করেন। বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান ২ টি, সাকিব আল হাসান ২ টি ও মেহেদী হাসান ৩ টি উইকেট নেন। 
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংসের শুরুটা মোটেই ভালো হয়নি। ওপেনার লিটন দাস (৫ রান) ও সৌম্য সরকার (৫ রান) তাড়াতাড়ি আউট হয়ে যান। সাকিব আল হাসান এর ২০ রান, মুশফিকুর রহিম এর ৩৮ রান ও ক্যাপ্টেন মাহমুদুল্লাহর ২৩ রান বাংলাদেশকে জয় এনে দিতে ব্যর্থ হয়। বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৩৪ রানই করতে পারে। ফলে স্কটল্যান্ড তাদের প্রথম ম্যাচটি ৬ রানে জিতে নেয়। স্কটল্যান্ড এর বোলার ব্র্যাড হুইল ৩ টি ও ক্রিস গ্রিভস ২ টি উইকেট নেন। ব্যাটে ও বলে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য স্কটল্যান্ড এর ক্রিস গ্রিভস ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। 
ম্যাচের স্কোর কার্ড --
-----------------------------
স্কটল্যান্ড - ১৪০/৯ (২০ ওভার) 
বাংলাদেশ - ১৩৪/৭ (২০ ওভার) 

স্কটল্যান্ড ৬ রানে জয়ী। 

ম্যান অব দ্যা ম্যাচ : ক্রিস গ্রিভস (স্কটল্যান্ড)

No comments:

Post a Comment

Adbox