প্রদীপ কুমার সাঁতরা : দেবাদিদেব মহাদেবের অপরূপ সুন্দর রূপে আমরা সকলেই মুগ্ধ। মহাদেবের সাজ সজ্জার মধ্যে রয়েছে আলাদা এক সরলতা ও মাধুর্য। মহাদেবের সরল জীবনযাত্রা আমাদের অন্তরে এক অলৌকিক অনুভূতির সঞ্চার করে। মহাদেব তার দেহে ধারণ করে রয়েছেন সর্প। শিবের হাতে রয়েছে ত্রিশূল ও ডমরু। এই সব কিছুরই একটা গুরুত্ব রয়েছে হিন্দু শাস্ত্র মতে। আসুন মহাদেবের এই সমস্ত ব্যবহার্য জিনিস সম্বন্ধে জেনে নেওয়া যাক।
১) ত্রিশূল - তিনটি শক্তির প্রতীক হলো মহাদেবের ত্রিশূল। এই তিন শক্তি হলো জ্ঞান, সম্মতি ও ইচ্ছা।
২) চন্দ্র - মহাদেবের মাথায় সর্বদা বিরাজ করছে চন্দ্র। এই চন্দ্র ইঙ্গিত করে যে কাল সম্পূর্ণভাবে মহাদেবের নিয়ন্ত্রণাধীন।
৩) রুদ্রাক্ষ - মহাদেবের দেহের অলংকার হিসাবে ব্যাবহৃত হয় রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ ধারণ শুদ্ধতার প্রতীক বলে মনে করা হয়।
৪) ডমরু - মহাদেবের অন্যতম প্রিয় বস্তু হলো ডমরু। এই ডমরু বেদ এবং বেদের উপদেশের প্রতীক বলে মনে করা হয় যা মানব জীবনে এগিয়ে চলার রাস্তা দেখায়।
৫) নাগ - মহাদেবের গলায় সর্বদা বিরাজ করে নাগ। মহাদেবের গলায় ও মাথায় নাগের উপস্থিতি পুরুষের অহংকারের প্রতীক বলে মনে করা হয়ে থাকে।
৬) তৃতীয় নেত্র - মহাদেবের তৃতীয় নেত্র হলো জ্ঞানের প্রতীক। কথিত আছে, যে এই তৃতীয় নেত্র দিয়ে মহাদেব সব কিছু ভষ্ম করে দিতে পারেন।
৭) বাঘ ছাল - মহাদেব সর্বদা বাঘ ছাল পরিহিত থাকেন এবং বাঘ ছালের উপর বিরাজমান থাকেন। এটি নির্ভয়তার প্রতীক।
৮) দেবী গঙ্গা - মহাদেবের জটাতে বিরাজ করছেন দেবী গঙ্গা। দেবী গঙ্গা প্রবিত্রতার প্রতীক।


No comments:
Post a Comment