বিনোদন ডেস্ক : পাভেল এর নতুন ছবি ' কলকাতা চলন্তিকা '- র প্রথম পোস্টার মুক্তি পেল। এই পোস্টারে উড়ালপুলের উপর একটি শহর দেখানো হয়েছে। আর মাঝখান থেকে ভেঙে পড়ছে সেই উড়ালপুলটি। শেষ হয়ে যাচ্ছে কত জীবন। চাপা পড়েছে কত গাড়ি, ট্যাক্সি ও অন্যান্য যানবাহন। মূলত, ২০১৬ সালে ভেঙে পড়া পোস্তা উড়ালপুল নিয়ে পাভেল তার নতুন ছবি তৈরি করছেন। কলকাতার ভেঙে যাওয়া উরালপুল এর প্রেক্ষাপট নিয়ে নতুন ছবিতে আসছে পরিচালক পাভেল। এই ভয়াবহ দুর্ঘটনায় স্বজন হারা হয়েছিল বহু মানুষ। তারপর কেটে গেছে বহু বছর। আর এই বেদনাদায়ক কাহিনী নিয়ে আসছে পাভেল এর নতুন ছবি। ভূতনাথ এন্টারটেইনমেন্ট এর উদ্যোগে হতে চলেছে এই ছবিটি। এই ছবির প্রযোজনা করবেন শতদ্রু চক্রবর্তী। জানা গেছে, এই ছবিতে তিন দিনের জীবন দেখানো হবে। প্রথম দিনে স্বাভাবিক ছন্দে রয়েছে কলকাতা শহর। দ্বিতীয় দিনে দেখানো হবে উড়ালপুল ভেঙে পড়ার ঘটনা। তৃতীয় দিনে মহানগরী আবার তার নতুন ছন্দে ফিরছে সেটা দেখানো হবে। ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে ' কলকাতা চলন্তিকা '- র। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, ইশা সাহা, অনির্বাণ চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, সৌরভ দাস, দিতিপ্রিয়া রায় সহ অন্যান্য আরো অনেকে।
Monday, October 18, 2021
' কলকাতা চলন্তিকা '- র প্রথম পোস্টার মুক্তি পেল
About AMAR KOLOM
alistarbot is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
বিনোদন
Tags:
বিনোদন
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment