Breaking

Tuesday, October 19, 2021

আজ তারা মায়ের আবির্ভাব তিথি

প্রদীপ কুমার সাঁতরা :  আজ মঙ্গলবার তারা মায়ের আবির্ভাব তিথি। এদিন তারা মা বিরাম মঞ্চে অধিষ্ঠান করেন। এদিন তারা মায়ের বিশেষ পুজো হয়ে থাকে তারাপীঠে। এদিন গোটা তারাপীঠ মন্দির চত্বর আলোক সজ্জায় সেজে উঠেছে। গৌরী লক্ষ্মী পুজোর আগের দিন চতুর্দশীর দিন মা তারা বছরে একবার বিরাম মঞ্চে আসেন। মা তারা সারা বছর উত্তর দিকে মুখ করে বিরাজ করেন শুধুমাত্র এই একদিন পশ্চিম দিকে মুখ করে বিরাজ করেন অর্থাৎ বামাক্ষ্যাপার বাড়ি আটলা গ্রামের দিকে মুখ করে বিরাজ করেন। 
প্রসঙ্গত উল্লেখ্য, রাজা রাখরচন্দ্রের অভিমান ভাঙাতে তারা মা পশ্চিম মুখী হয়েছিলেন আবির্ভাব তিথিতে। বহুকাল থেকেই শুক্লা চতুর্দশী তিথিতে মায়ের আবির্ভাব তিথি পালিত হয়ে আসছে মহাপীঠ তারাপীঠে। এদিন মাকে গর্ভগৃহ থেকে বের করে বিরাম মঞ্চে তার ছোট বোন মুলুটির মা মৌলিক্ষার মন্দিরের অভিমুখে বসানো হয়। ভক্তবৃন্দ গণ ঐদিন মাকে স্পর্শ করে পুজো নিবেদন করতে পারবেন। একমাত্র বছরের এই দিনটিতে মায়ের অন্নভোগ হয় না। তাই প্রথা মেনে সেবাইতরাও এদিন উপবাসে থাকেন। দুপুরে লুচি, সুজি ও মিষ্টি সহকারে ভোগ নিবেদন করা হয়। সন্ধ্যার সময় তারা মাকে গর্ভগৃহে ফিরিয়ে নিয়ে আসা হয় এবং ফের মাকে স্নান করিয়ে পুজো ও আরতি করা হয়ে থাকে। রাতে খিচুড়ি, পোলাও, পাঁচ রকম ভাজা, মাছ, বলির পাঁঠার মাংস দিয়ে ভোগ নিবেদন করা হয়ে থাকে। সেই প্রসাদ খেয়ে উপবাস ভাঙেন মন্দিরের সেবাইতরা।

No comments:

Post a Comment

Adbox