Breaking

Wednesday, October 20, 2021

আজ বাংলার ঘরে ঘরে পূজিত হচ্ছেন মা লক্ষ্মী

আজ বাংলার ঘরে ঘরে পূজিত হচ্ছেন মা লক্ষ্মী 

প্রদীপ কুমার সাঁতরা : আজ কোজাগরী লক্ষ্মী পূজা। আজ বাংলার ঘরে ঘরে পূজিত হচ্ছেন ধন-সম্পদের দেবী মা লক্ষ্মী। বাংলায় শারদীয়া দুর্গোৎসব এর পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীপুজোর করা হয়। বাঙ্গালির প্রতি ঘরে ঘরে ধন-সম্পদের দেবী মা লক্ষ্মী পূজিত হন। বাঙালির ঘরে প্রতি বৃহস্পতিবার পূজিত হন মা লক্ষ্মী। 

ধন-সম্পদের দেবীর পূজা কিছু বিশেষ রীতি মেনে করতে হয়। দেবী লক্ষ্মীর পুজোতে বেশকিছু জিনিসের ব্যাবহার নিষিদ্ধ রয়েছে। লক্ষ্মীপুজোয় স্টিলের বা লোহার বাসনপত্র ব্যবহার করা যায় না। লোহা দিয়ে অলক্ষী পূজিত হন। তাই লোহা দেখলে লক্ষ্মী ত্যাগ করে যান। দেবী লক্ষ্মীর পূজার সময় ঘণ্টা বাজাতে নেই। লক্ষ্মী পূজায় তুলসী পাতা দিতে নেই। কিন্তু লক্ষ্মী পুজোর পর তুলসী পাতা ও ফুল দিয়ে নারায়ণকে পুজো করতে হয়। লক্ষ্মীপূজো সাধারণত সন্ধ্যেবেলা হয়। তবে অনেকের সকালের দিকে পুজো করে থাকেন। কিন্তু সকালে পুজো করলে সকাল ন'টার মধ্যে করে নেওয়াই ভালো। লক্ষ্মী পূজার ব্রতকথা পাঠ করতে হয়।

No comments:

Post a Comment

Adbox