Breaking

Friday, October 1, 2021

আইপিএল ২০২১ : সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে প্লে-অফে চেন্নাই সুপার কিংস

প্রদীপ কুমার সাঁতরা :  আইপিএল ২০২১ এর ৪৪ নম্বর ম্যাচটি বৃহস্পতিবার, শারজাতে অনুষ্ঠিত হয়। মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথমে সানরাইজ হায়দ্রাবাদ ব্যাট করতে আসে। ওপেনার জেসন রয় ২ রানে ফিরে যান। ঋদ্ধিমান সাহা ৪৪ রানের একটি ইনিংস খেলেন। ক্যাপ্টেন কেন উইলিয়ামসন ১১ রান, অভিশেক শর্মা ১৮ রান, আব্দুল সামাদ ১৮ রান, রাশিদ খান ১৭ রান করেন। SRH নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে করে ১৩৪ রান। CSK - র বোলার যশ হেসেলউড ৩ টি, ডোয়েন ব্রাভো ২ টি, শার্দুল ঠাকুর ও রবীন্দ্র জাডেজা প্রত্যেকে ১ টি করে উইকেট নেন। 
জবাবে ব্যাট করতে নেমে CSK - র ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও ফাফ ডুপ্লেসিস প্রথম উইকেটের পার্টনারশিপ হিসাবে ৭৫ রান সংগ্রহ করেন। ঋতুরাজ গায়কোয়াড় ৪৫ রান ও ফাফ ডুপ্লেসিস ৪১ রানের মূল্যবান ইনিংস খেলেন। মঈন আলি করেন ১৭ রান। CSK ১৯.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৯ রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ৬ উইকেটে জিতে নেয়। চেন্নাই সুপার কিংস, ২০২১ আইপিএলের প্রথম কোয়ালিফায়ার টিম যে ' প্লে অফে ' পৌঁছলো। আম্বাতি রাইডু ১৭ রানে ও ধোনি ১৪ রানে অপরাজিত থাকেন। ধোনি তার পুরনো ভঙ্গিতে ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেয়। SRH - এর বোলার জেসন হোল্ডার ৩ টি ও রাশিদ খান ১ টি উইকেট নেন। 
ম্যাচের স্কোর কার্ড --
---------------------------
SRH - ১৩৪/৭ (২০ ওভার) 
CSK - ১৩৯/৪ (১৯.৪ ওভার) 

চেন্নাই সুপার কিংস ৬ উইকেটে জয়ী। 

ম্যান অফ দ্যা ম্যাচ : যশ হেজেলউড (CSK)


No comments:

Post a Comment

Adbox