প্রদীপ কুমার সাঁতরা : আইপিএল ২০২১ এর ৪৫ নম্বর ম্যাচটি শুক্রবার, দুবাইয়ে অনুষ্ঠিত হয়। মুখোমুখি পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স। কলকাতা প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে করে ১৬৫ রান। ওপেনার ভেঙ্কটেশ আইয়ার ৯ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯ বলে করেন মূল্যবান ৬৭ রান। রাহুল ত্রিপাঠী ৩৪ রান ও নিতিশ রানা ৩১ রানের ইনিংস খেলেন। পাঞ্জাব এর বোলার অর্ষদীপ সিং ৩ টি ও রবি বিষ্ণই ২ টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংসের ওপেনার কে এল রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল প্রথম উইকেটের পার্টনারশিপ হিসেবে ৭০ রান যোগ করেন। মায়াঙ্ক আগারওয়াল ৪০ রান করেন। ক্যাপ্টেন কে এল রাহুল এই ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয় এনে দেন। কে এল রাহুল ৫৫ বলে করেন মূল্যবান ৬৭ রান। রাহুল এর এই ইনিংস ৪ টি ৪ ও ২ টি ছক্কা দিয়ে সাজানো। এইডেন মার্করাম ১৮ রান করেন। শাহরুখ খান ৯ বলে করেন প্রয়োজনীয় ২২ রান। পাঞ্জাব কিংস ১৯.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৮ রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ৫ উইকেটে জিতে নেয়। কলকাতার বোলার বরুণ চক্রবর্তী ২ টি উইকেট নেন।
ম্যাচের স্কোর কার্ড --
-----------------------------
KKR - ১৬৫/৭ (২০ ওভার)
PBKS - ১৬৮/৫ (১৯.৩ ওভার)
পাঞ্জাব কিংস ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ : কে এল রাহুল (PBKS)


No comments:
Post a Comment