প্রদীপ কুমার সাঁতরা : আইপিএল ২০২১ এর ৪৩ নম্বর ম্যাচটি বুধবার দুবাইয়ে অনুষ্ঠিত হয়। মুখোমুখি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়েলস। রাজস্থান রয়েলস তাদের ইনিংসের শুরুটা ভালোই করে। ওপেনার এভিন লুইস ও যশস্বী জয়সওয়াল মিলে প্রথম উইকেটের পার্টনারশিপ হিসেবে ৭৭ রান যোগ করেন। যশস্বী জয়সওয়াল ৩১ রান ও এভিন লুইস ৫৮ রান করেন। ক্যাপ্টেন সঞ্জু স্যামসন এর ১৯ রান ও ক্রিস মরিস এর ১৪ রানে ভর করে রাজস্থান রয়েলস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১৪৯ রান। আরসিবির বোলার হার্শাল প্যাটেল ৩ টি, যুজুবেন্দ্র চাহাল ২ টি ও শাহবাজ আহমেদ ২ টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর ইনিংসের শুরুটাও ভালোই হয়। ওপেনার বিরাট কোহলি ও দেবদত্ত পাটিকেল মিলে প্রথম উইকেটের পার্টনারশিপ হিসেবে ৪৮ রান সংগ্রহ করেন। দেবদত্ত পার্টিকেল ২২ রান ও বিরাট কোহলি ২৫ রান করে আউট হয়ে যান। এরপর ইনিংসের হাল ধরেন শ্রিকার ভরত ও গ্লেন ম্যাক্সওয়েল। শ্রিকার ভরত ৪৪ রানের একটি ইনিংস খেলেন। গ্লেন ম্যাক্সওয়েল ৩০ বলে করেন অপরাজিত ৫০ রান। আরসিবি ১৭.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫৩ রান তুলে নেয় আর এই ম্যাচটিকে ৭ উইকেটে জিতে নেয়। RR এর বোলার মোস্তাফিজুর রহমান ২ টি উইকেট নেন।
ম্যাচের স্কোর কার্ড --
--------------------------------
RR - ১৪৯/৯ (২০ ওভার)
RCB - ১৫৩/৩ (১৭.১ ওভার)
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৭ উইকেটে জয়ী।
ম্যান অফ দ্যা ম্যাচ : যুজুবেন্দ্র চাহাল ( RCB )


No comments:
Post a Comment