Breaking

Wednesday, September 29, 2021

বলিউডে পা রাখতে চলেছে সুনীল শেট্টি - র পুত্র আহান শেট্টি

প্রদীপ কুমার সাঁতরা :  বলিউডে যখন পা রেখেছিলেন সুনীল শেট্টি তখন তার বয়স ছিল ৩১ বছর। সময়টা ছিল ১৯৯২ সাল। নিজের অসাধারণ অভিনয় দিয়ে বলিউডে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন সুনীল শেট্টি। আর এবার বলিউডে আত্মপ্রকাশ ঘটতে চলেছে সুনীল শেট্টি - র পুত্র আহান শেট্টি - র। ' তাড়াপ ' নামের ছবির মধ্যে দিয়ে বলিউডে অভিষেক করবেন সুনীল পুত্র আহান শেট্টি। এই ছবিটি একটি রোমান্টিক ছবি বলে জানা গেছে। তামিল ছবি ' আর এক্স হান্ড্রেড ' এর রিমেক হল ' তাড়াপ '। ছবিটির পরিচালনা করবেন মিলন লুথরিয়া ও প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা। এই ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ' তারা সুতারিয়া ' - কে। এই ছবিটি সম্ভবত সিনেমাহল গুলিতে মুক্তি পেতে চলেছে আগামী ৩ ডিসেম্বর। অভিনেতা সুনীল শেট্টি সোশাল নেটওয়ার্কিং সাইটে, তার পুত্রের বলিউডে অভিষেকের কথা জানান। সুনীল শেট্টি আরো বলেন, আহান ভদ্র ছেলে। ওর মতন বয়সে আমি ক্যারিয়ার নিয়ে সচেতন ছিলাম না। আহান মনোযোগ দিয়ে নিজের কাজটা করে। প্রত্যেক পিতাই চায় তার সন্তান তার সাফল্যকে অতিক্রম করুক। আপনাদের সকলের আশির্বাদ কামনা করি।

No comments:

Post a Comment

Adbox