Breaking

Wednesday, September 29, 2021

সিদ্ধিদাতা গণেশের বিভিন্ন রূপ সম্বন্ধে জানুন

প্ৰদীপ কুমার সাঁতরা :  সিদ্ধিদাতা গণেশের আরাধনা কম বেশি আমরা প্রত্যেকেই করে থাকি। সিদ্ধিদাতা গণেশের আশির্বাদ লাভ করলে আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে। ভগবান গণেশ আমদের বুদ্ধি দান করে থাকেন। ভগবান গণেশ এর বিভিন্ন রূপের বর্ণনা দেওয়া রয়েছে বিভিন্ন গ্রন্থে। ভারতবর্ষ ও তার বাইরে অন্যান্য বিভিন্ন দেশের বিভিন্ন গ্রন্থে ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন এর মধ্যে তার প্রমাণ পাওয়া যায়। গণেশের নানান রূপের মূর্তির আরাধনার পদ্ধতিও ভিন্ন এবং তাদের ধ্যানের বিধিও ভিন্ন হয়ে থাকে। গুপ্তযুগে গণেশের অষ্টভূজ ও দশভূজ মূর্তি পাওয়া যায়। কাশ্মীর, নেপাল ও আফগানিস্থান এর বিভিন্ন গ্রন্থে গণেশের বাহন হিসেবে সিংহের উল্লেখ পাওয়া গেছে। তন্ত্রগ্রন্থ তন্ত্রসার এ তার প্রমাণ মেলে। গণেশের ৩২ টি রূপের বর্ণনা পাওয়া যায় বিভিন্ন গ্রন্থে। কথিত আছে, সিদ্ধিদাতা গণেশের ৩২ টি রূপ এর দর্শন করে দিন শুরু করলে আমাদের সমস্ত কাজে সিদ্ধিলাভ হয়ে থাকে। 

আসুন এবার জেনে নেওয়া যাক সিদ্ধিদাতা গণেশের ভিন্ন এই ৩২ রূপের নামগুলি -- 
১) সিদ্ধি গণপতি 
২) শক্তি গণপতি 
৩) ভক্ত গণপতি 
৪) বালক গণপতি 
৫) বিঘ্ন গণপতি 
৬) দ্বিজ গণপতি 
৭) বীর গণপতি 
৮) তরুণ গণপতি 
৯) নৃত্য গণপতি 
১০) বিজয় গণপতি 
১১) ক্ষিপ্র গণপতি 
১২) হেরম্ব গণপতি 
১৩) উচ্চিষ্ঠ গণপতি 
১৪) উদ্ধ গণপতি 
১৫) লক্ষ্মী গণপতি 
১৬) মহা গণপতি 
১৭) একাক্ষর গণপতি 
১৮) তৈক্ষ গণপতি 
১৯) ত্রক্ষোর গণপতি 
২০) ঋণ মোচন গণপতি 
২১) সৃষ্টি গণপতি 
২২) উদ্দণ্ড গণপতি 
২৩) ত্রিমুখ গণপতি 
২৪) সিংহ গণপতি 
২৫) সঙ্কট হরণ গণপতি 
২৬) হরিদ্রা গণপতি 
২৭) বর গণপতি 
২৮) ক্ষিপ্র প্রসাদ গণপতি 
২৯) একদন্ত গণপতি 
৩০) দ্বিমুখ গণপতি 
৩১) দুর্গা গণপতি 
৩২) যোগ গণপতি

No comments:

Post a Comment

Adbox