Breaking

Wednesday, September 29, 2021

আইপিএল ২০২১ : পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারালো মুম্বাই ইন্ডিয়ান্স

প্রদীপ কুমার সাঁতরা :  আইপিএল ২০২১ এর ৪২ নম্বর ম্যাচটি মঙ্গলবার, আবুধাবিতে অনুষ্ঠিত হয়। মুখোমুখি পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স।
পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ১৩৫ রান। ক্যাপ্টেন কে এল রাহুল (২১ রান), এইডেন মার্করাম (৪২ রান), দীপক হুডা (২৮ রান) - র ব্যাটে ভর করে পাঞ্জাব কিংস এই রান সংগ্রহ করেন। মুম্বাইয়ের বোলার জাসপ্রিত বুমরাহ ও কায়রণ পোলার্ড প্রত্যেকে ২ টি করে উইকেট নেন। 
জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৭ রান তুলে নেয়। মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচটি ৬ উইকেটে জিতে নেয়। কুইন্টন ডি কক ২৭ রান, সৌরভ তিওয়ারি ৪৫ রান করেন। হার্দিক পান্ডিয়া ৪০ রান ও কায়রন পোলার্ড ১৫ রান করে অপরাজিত থাকেন। পাঞ্জাবের বোলার রবি বিষ্ণই ২ টি উইকেট নেন। 
ম্যাচের স্কোর কার্ড --
--------------------------------
PBKS - ১৩৫/৬ (২০ ওভার) 
MI - ১৩৭/৪ (১৯ ওভার) 

মুম্বাই ইন্ডিয়ান্স ৬ উইকেটে জয়ী। 

ম্যান অফ দ্যা ম্যাচ : কায়রন পোলার্ড (MI)

No comments:

Post a Comment

Adbox