Breaking

Tuesday, September 28, 2021

মহাকালের স্ত্রী হলেন মহাকালী

প্রদীপ কুমার সাঁতরা :  বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর তার কিছু দিন পরেই হয় মা কালীর পূজা। মা কালীর আবির্ভাব নিয়ে রয়েছে নানান কাহিনী। মা কালীর বিভিন্ন রূপের পেছনে রয়েছে বিভিন্ন অজানা কাহিনী। আসুন জেনে নেওয়া যাক সেই কাহিনী। দুর্গা পূজার পরের অমাবস্যা তিথিতে হয়ে থাকে কালী পূজা। মা কালীর পায়ের কাছে নিচে শায়িত রয়েছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব আর মা কালী জিভ বের করে দাড়িয়ে রয়েছেন। এই রূপেই সর্বত্র পূজিত হয়ে আসছেন মা কালী। মায়ের এই আদি রুপ নিয়ে রয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী। মমতাময়ী মায়ের মা কালী হয়ে ওঠার পেছনে রয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী। কথিত আছে, মা কালী হলেন কালের স্ত্রী, তাই তিনি কালী। কালের স্ত্রীলিঙ্গ হলো কালী। দেবাদিদেব মহাদেব কে যেহেতু কাল বলা হয়ে থাকে, তাই তিনি মহাদেবের স্ত্রী হিসাবে হয়ে উঠেছেন কালী। শাস্ত্র অনুযায়ী, যে কাল সর্বজনকে গ্রাস করে থাকে আর সেই কালকেই যিনি গ্রাস করেন তিনি হলেন কালী। সৃষ্টির উৎপত্তি, স্থিতি ও মহাপ্রলয় এসবের পেছনে রয়েছে এই কাল শক্তি। মহাপ্রলয়ের সময় কাল শক্তি মহাকালীর ভিতরেই বিলীন হয়ে যায়।

No comments:

Post a Comment

Adbox