Breaking

Monday, September 27, 2021

বাউড়িয়াতে পালিত হয় বিদ্যাসাগরের জন্মবার্ষিকী

নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া : রবিবার বিদ্যার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০২ তম জন্মবার্ষিকী পালিত হয় সারা রাজ্য জুড়ে। আর রবিবার গ্রামীণ হাওড়ার বাউড়িয়াতে পালিত হয় বিদ্যাসাগরের জন্মবার্ষিকী। বাউড়িয়াতে সিপিআইএম এর উলুবেড়িয়া পৌর উত্তর এরিয়া কমিটির অফিসে আয়োজিত হয় বিদ্যাসাগরের জন্মবার্ষিকী অনুষ্ঠান। 
ভারতীয় গণনাট্য সংঘ ( পশ্চিমবঙ্গ ) এর শাখা ' মশাল ' নাট্য গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে একটি নাটক মঞ্চস্থ করা হয়। অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীদের নাচ, গান ও কবিতা পাঠ এর মাধ্যমে এই দিনটি পালন করা হয়। রেড ভলেন্টিয়ার্স গ্রুপের সদস্যরা এই অনুষ্ঠানে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপক রায়, মনোজ ব্যানার্জি, কেশব কোলে, দিলীপ মন্ডল, সৌমেন বাগ, শৈলেন বাগ, বিশ্বজিৎ হুদাতি সহ আরো অনেকে।

No comments:

Post a Comment

Adbox