মদন মিত্রকে নিয়ে তৈরি হবে বায়োপিক
নিজস্ব প্রতিনিধি :- বর্তমানে বাংলার রাজনীতিতে বহুল চর্চিত নাম হল মদন মিত্র। এবার কামারহাটির বিধায়ক মদন মিত্র কে দেখা বড়ো পর্দায়। তাকে নিয়ে টালিগঞ্জে তৈরি করা হবে বায়োপিক। এই ছবির পরিচালনা করবেন রাজা চন্দ। মদন মিত্রের চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় কে। সম্ভবত, পুজোর আগেই শুরু হতে পারে এই ছবির শুটিং।
পরিচালক রাজা চন্দ জানান, বাংলার রাজনীতিতে মদন মিত্র খুবই জনপ্রিয় নাম। সোশাল নেটওয়ার্কিং সাইটে ও তিনি বেশ জনপ্রিয়। তাই এই রকম এক ব্যক্তিত্বকে নিয়ে বায়োপিক তৈরি করার ইচ্ছে ছিল বলে জানান তিনি। এই ছবিতে তার জীবনের নানান দিক তুলে ধরা হবে। তার কলেজ জীবন ও বর্তমান জীবন সবটাই তুলে ধরা হবে এই বায়োপিকে। তবে এই ছবির নাম কি হবে তা এখনও জানা যায়নি।
No comments:
Post a Comment