ভারত - ইংল্যান্ড টেস্ট সিরিজের পঞ্চম টেস্ট বাতিল
প্রদীপ কুমার সাঁতরা :- ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হওয়া টেস্ট সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচটি বাতিল করা হয়েছে। ভারতীয় ক্রিকেট দলে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার, ১০ সেপ্টেম্বর, পঞ্চম টেস্ট ম্যাচটি শুরুর ঘণ্টা দুয়েক আগে বাতিল করা হয় ম্যাচটিকে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ( ই সি বি ) - র তরফ থেকে এক বিবৃতিতে শুক্রবার জানানো হয় যে, দলের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা আরো বাড়ার আশঙ্কায় ভারতীয় ক্রিকেট দল দুঃখজনকভাবে এই ম্যাচে দল মাঠে নামাতে পারছে না।
ওভালে চতুর্থ টেস্ট ম্যাচ চলাকালীন ভারতীয় কোচ রবি শাস্ত্রীর করোনা টেস্ট এর রিপোর্ট পজিটিভ আসে। তাকে তখন আইসোলেশনে পাঠানো হয়। ইয়োগেশ পারমার হলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী ফিজও। বুধবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। আর তার পর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড ( বিসিসিআই ) ও ইসিবি এর মধ্যে আলোচনা করে পঞ্চম টেস্ট ম্যাচটি বাতিল করা হয়।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দল ২-১ এ এগিয়ে রয়েছে। পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচটি বাতিল হওয়ার ফলে সিরিজের ফলাফল কী হবে, তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তবে বিসিসিআই তরফ থেকে জানা গেছে, তারা ইসিবি এর সাথে আলোচনা করে পুনরায় এই বাতিল হওয়া ম্যাচটি কিভাবে করা যায় তা দেখবেন।
No comments:
Post a Comment