শনিবারে কিছু নিয়ম মেনে করুন শনি দেবের পূজা
নিজস্ব প্রতিনিধি :- শনি দেব হলেন সূর্য দেবের পুত্র। পরবর্তীকালে শনি দেব নিজের শক্তিবলে দেবাদিদেব মহাদেবের কাছ থেকে 'কর্মফল দাতা'- র বর লাভ করেন।
আমরা সাধারণত শনিবার, শনি দেবের পূজা দিয়ে থাকি মন্দিরে গিয়ে। শনি দেবের মন্দির দেখলেই আমরা প্রণাম করে থাকি। কিন্তু এই পূজো দেওয়ার সময় বা অন্য যে কোনো সময় শনি দেব কে প্রণাম করার সময় আমাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে, আমরা যখন বড়ো ঠাকুর বা শনি দেবকে প্রণাম করবো, তখন আমরা কখনোই শনি দেবের মুখের দিকে তাকিয়ে বিশেষ করে চোখের দিকে তাকিয়ে দেখবো না। আমরা সবসময় শনি দেবের পায়ের দিকে তাকিয়ে দেখবো। শাস্ত্র মতে, শনি দেবের মুখের দিকে বা চোখের দিকে তাকানো উচিত নয়।
সাধারণত গৃহস্থ বাঙালির ঘরে শনি দেবের পূজা করা হয় না। জ্যোতিষ শাস্ত্র মতে, কারো কুষ্টিতে শনি দেবের প্রবেশ ঘটলে জীবনে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। কিন্তু শনি দেবের নিয়মিত পূজো করলে ওনার বক্র দৃষ্টি আমাদের উপর পড়ে না। বরং ওনার নিয়মিত পূজো করলে, কর্মফল দাতা, সর্বশক্তিমান প্রসন্ন হয়ে আমাদের জীবন থেকে নানান সমস্যা দূর করে দেন।
এখন হয়তো মনে প্রশ্ন জাগছে, আমরা সবাই কী শনি দেবের পূজা করতে পারি। উত্তর হলো, আমরা সবাই অবশ্যই শনি দেবের পূজা করতে পারি। তবে যাদের কুস্টিতে শনি দেবের প্রবেশ ঘটেছে, তাদেরই মূলত শনি দেবের পূজা করা উচিত। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী, শনি দেব হলেন শক্তিশালী এক গ্রহ। যখন কোনো ব্যাক্তির জীবনে পাপের পরিমাণ বৃদ্ধি পায়, তখনই তার কুষ্টিতে শনি দেবের আবির্ভাব ঘটে থাকে। আসলে শনি দেব আমাদের সকলকে, আমাদের পাপের জন্য শাস্তি দিয়ে থাকেন। তবে এই শাস্তির হাত থেকে বাঁচার উপায় ও আছে। উপায়টি হলো, প্রতি শনিবার নিষ্ঠার সাথে বাড়িতে শনি দেবের আরাধনা শুরু করুন। দেখবেন অনেকটা উপকার পাবেন।
No comments:
Post a Comment