Breaking

Saturday, September 11, 2021

"দ্য প্রিন্স অফ ক্যালকাটা"- কে নিয়ে তৈরি হবে বায়োপিক

"দ্য প্রিন্স অফ ক্যালকাটা"- কে নিয়ে তৈরি হবে বায়োপিক 
প্রদীপ কুমার সাঁতরা :-  এতদিন ছোট পর্দায় সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল "দ্য প্রিন্স অফ ক্যালকাটা"- সৌরভ গাঙ্গুলী কে। এবার বড়ো পর্দায় তাকে নিয়ে তৈরি করা হবে বায়োপিক। এবার বড়ো পর্দায় দাদার দাদাগিরি দেখার অপেক্ষায় সৌরভ ভক্তরা। ধোনি ও শচিন তেন্ডুলকর এর পর এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেট দল এর অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী কে নিয়ে তৈরি হতে চলেছে বায়োপিক। বায়োপিক তৈরির খবর ঘোষণার পর থেকেই উচ্ছ্বাস শুরু হয়েছে ভক্তদের মধ্যে। 
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট দল এর এক কঠিন সময়ে সৌরভ অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে বহু প্রতিভাবান ক্রিকেটার এর কেরিয়ার শুরু হয়, যারা পরবর্তীকালে ভারতীয় ক্রিকেট কে উন্নতির শিখরে নিয়ে যায়। অনেক ভক্তদের মতামত অনুযায়ী, সৌরভ গাঙ্গুলী কে নিয়ে বায়োপিক মানে ভারতীয় ক্রিকেট দল এর উত্থান এর কাহিনী।
বায়োপিক তৈরির খবর ঘোষণার পর থেকেই, একটাই প্রশ্ন সবার মনে ঘুরছে, সেটা হলো সৌরভ গাঙ্গুলী - র চরিত্রে অভিনয় করবেন কোন অভিনেতা। সৌরভ কে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি ঋত্বিক রোশন কে খুব পছন্দ করেন। ইতিমধ্যেই সোশাল নেটওয়ার্কিং সাইটে সৌরভ ভক্তরা, তাদের মতামত জানাতে শুরু করে দিয়েছেন এ ব্যাপারে। অনেক ভক্তরা ঋত্বিক রোশন কেই সৌরভ এর চরিত্রে দেখতে চান বলে মত প্রকাশ করেছেন। অনেক ভক্তরা আবার এই চরিত্রে রণবীর কাপুর কে সৌরভ এর চরিত্রে দেখতে চান। তাদের মতামত, রণবীর কাপুর এই চরিত্রের জন্য একেবারে পারফেক্ট হবে। তবে এখন এটাই দেখার যে, সৌরভ গাঙ্গুলী - র বায়োপিকে, সৌরভ এর চরিত্রে কাকে অভিনয় করতে দেখা যাবে। 
চলচ্চিত্র নির্মাতা লভ রঞ্জন এবং অঙ্কুর গর্গের প্রযোজনায় প্রতিষ্ঠান ' লভ ফিল্মস ' গত বৃহস্পতিবার ছবির ঘোষণা শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। জানা গেছে, ছবিটি একটি বড়ো বাজেটের ছবি হতে চলেছে। এই ছবিতে খরচের পরিমাণ হবে প্রায় ২০০ কোটি টাকা থেকে ২৫০ কোটি টাকা পর্যন্ত। সৌরভ গাঙ্গুলী টুইট মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।  

No comments:

Post a Comment

Adbox