আজ শুভ গণেশ চতুর্থী
নিজস্ব প্রতিনিধি :- আজ, শুক্রবার, ১০ সেপ্টেম্বর সারা দেশ তথা রাজ্য জুড়ে পালিত হচ্ছে শুভ গণেশ চতুর্থী। কথিত আছে, ভাদ্রপদ মাসের চতুর্থী তিথিতে সুখ ও সমৃদ্ধির দেবতা গণেশ এর জন্ম হয়েছিল। এবারের গণেশ চতুর্থী পালিত হচ্ছে চিত্রা নক্ষত্রে। পঞ্জিকা মতে, এবছরের গণেশ চতুর্থী তে থাকবে একাধিক শুভ যোগ। এবারের গণেশ চতুর্থী রবিযোগে পূজো হচ্ছে। দীর্ঘ ৫৯ বছর পর এক দুর্লভ যোগে গণেশ চতুর্থী পালিত হচ্ছে।
আজ গণেশ চতুর্থী র দিনে বুদ্ধি ও বানীর গ্রহ বুধ ; সাহস ও পরাক্রম এর কারক গ্রহ মঙ্গল কন্যা রাশিতে বিরাজ করছে। চন্দ্র ও শুক্র তুলা রাশিতে যুতি সৃষ্টি করছে। জ্যোতিষ শাস্ত্রে, চন্দ্র ও শুক্র মহিলা প্রধান গ্রহের সংজ্ঞা প্রদান করেন। এই দুই গ্রহের যুতির ফলে এবারের গণেশ চতুর্থী মহিলাদের জন্য অত্যন্ত শুভ ফল দায়ক হবে।
শ্রী গণেশ দেবতা শঙ্খ, চক্র, গদা, পদ্ম ধারী। তিনি শ্রী বিষ্ণু দেবের অংশ। দেবী পার্বতী দেবাদিদেব মহাদেবের আদেশে পুত্র লাভের আশায় শ্রী বিষ্ণুর আরাধনা করেন। শ্রী বিষ্ণু ও জগত জননী র মাতৃত্বের পিপাসু। তাই শ্রী বিষ্ণু আসলেন দেবী পার্বতীর পুত্র রূপে। এই কথা গুলি ব্রম্ভ বৈবর্ত পুরাণে কথিত আছে। শনি দেব হলেন সীমাবদ্ধতার প্রতীক। শনিদেবের দৃষ্টিতে গণেশের শির স্কন্ধ চুত হয়। পরে ঐরাবতের শির কেটে এনে গণেশের দেহে যুক্ত করে তাকে বাঁচানো হলো। সেজন্য ঐরাবত ও শ্রী বিষ্ণুর অংশ বিভূতি।
সনাতন ধর্ম অনুসারে, দেবতা গণেশের গুরুত্ব অপরিসীম। সব দেব দেবীর পুজো শুরু হয় গনেশের মন্ত্র উচ্চারণ করেই। তাই গনেশকে, সিদ্ধিদাতা গণেশ হিসাবে ডাকা হয়। শিব ও পার্বতীর পুত্র গণেশ কে সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা মনে করা হয়। তাই আজকের এই দিনে সিদ্ধিদাতা গণেশের পুজো করে আপনার গৃহে সুখ-সমৃদ্ধি নিয়ে আসুন।
No comments:
Post a Comment