Breaking

Thursday, September 9, 2021

ত্রিপুরা কাণ্ডের প্রতিবাদে বামেদের প্রতিবাদ সভা

ত্রিপুরা কাণ্ডের প্রতিবাদে বামেদের প্রতিবাদ সভা 
নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া :-  ত্রিপুরায় সিপিআইএম এর রাজ্য দপ্তরে অগ্নিসংযোগ এবং রাজ্য জুড়ে বিজেপির হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা রাজ্য জুড়ে প্রতিবাদ সভার ডাক দেয় সিপিআইএম তথা বাম সংগঠন গুলি। আর তাই বৃহস্পতিবার বিকালে গ্রামীণ হাওড়ার   বাউড়িয়ার ফোর্ট গ্লাসটার মোড়ে এক প্রতিবাদ সভার আয়োজন করে বামেরা। আজকের এই সভায় ত্রিপুরার বিভিন্ন দলীয় কার্যালয়ে হামলার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন বাম নেতৃবৃন্দ। মূলত সিপিআইএম উলুবেড়িয়া পৌর উত্তর এরিয়া কমিটির উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সমস্ত আক্রমনাত্মক ঘটনার জন্য ত্রিপুরা সরকারের সমালোচনায় মুখর হন সিপিআইএম নেতৃত্ব। 
এদিনের  প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা দিলীপ মন্ডল, মনোজ ব্যানার্জী, কেশব কোলে, দীপক রায়, মোহাম্মদ হাকিম ও অন্যান্য নেতৃবৃন্দ সহ কর্মী সমর্থকরা। ত্রিপুরার ঘটনার প্রতিবাদে ও ২৭ সেপ্টেম্বরের ধর্মঘটের সমর্থনে এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন - দিলীপ মণ্ডল, মনোজ ব্যানার্জী, দীপক রায় ও কেশব কোলে।

No comments:

Post a Comment

Adbox