প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : আইপিএল ২০২১ এর ৩৭ নম্বর ম্যাচটি শনিবার, শারজার, শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। মুখোমুখি পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। SRH এর ক্যাপ্টেন কেন উইলিয়ামসন টসে জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেন।
প্রথমে ব্যাট করতে এসে পাঞ্জাব কিংস ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। PBKS এর কোনো ব্যাটসম্যানই বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ হন। ক্যাপ্টেন কে এল রাহুল ২১ রান করে আউট হয়ে যান। ক্রিস গেইল মাত্র ১৪ রান করেন। এইডেন মারকরাম ২৭ রান ও হরপ্রীত ব্রার ১৮ রান করেন। PBKS নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রানই করতে পারে।
SRH এর ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত ঠিক প্রমাণ করেন তার দলের বোলাররা। SRH এর বোলাররা পাঞ্জাবকে কম রানে আটকাতে সফল হয়। জেসন হোল্ডার এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন। হোল্ডার ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তুলে নেন মূল্যবান ৩ টি উইকেট। সন্দীপ শর্মা, ভুবনেশ্বর কুমার, রাশিদ খান ও আব্দুল সামাদ প্রত্যেকে ১ টি করে উইকেট নেন এই ম্যাচে।
সানরাইজার্স হায়দ্রাবাদ জয়ের জন্য প্রয়োজনীয় ১২৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে এলে তাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা রান পেতে ব্যর্থ হন। ঋদ্ধিমান সাহা করেন ৩১ রান। ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন এই ম্যাচে বড়ো রান পেতে ব্যর্থ হন। একমাত্র জেসন হোল্ডার শেষ পর্যন্ত ব্যাট হাতে লড়াই চালিয়ে যান কিন্তু তিনি SRH কে জয় এনে দিতে ব্যর্থ হন। হোল্ডার, ১৬২.১ স্ট্রাইক রেট নিয়ে ২৯ বলে করেন অপরাজিত ৪৭ রান। তার এই ইনিংসে তিনি ৫ টি ছক্কা হাঁকান। SRH নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১২০ রানই করতে পারে। পাঞ্জাব কিংস এই ম্যাচটি ৫ রানে জিতে নেয়।
PBKS এর বোলাররা অসাধারণ বোলিং করে একটি কম রানের স্কোর ডিফেন্ড করতে সক্ষম হন। মোহাম্মদ সামি ২ টি, আর্ষদীপ সিং ১ টি ও রবি বিশ্নই ৩ টি উইকেট নেন।
সানরাইজার্স হায়দ্রাবাদ কে ৫ রানে হারিয়ে একটি রুদ্ধশ্বাস জয় পেলো পাঞ্জাব কিংস। এই ম্যাচে অসাধারণ বোলিং ও ব্যাটিংয়ের জন্য SRH এর জেসন হোল্ডার কে ম্যাচের সেরা নির্বাচিত করা হয়।
ম্যাচের স্কোর কার্ড --
--------------------------------
PBKS - ১২৫/৭ (২০ ওভার)
SRH - ১২০/৭ (২০ ওভার)
পাঞ্জাব কিংস ৫ রানে জয়ী।
No comments:
Post a Comment