প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : আইপিএল ২০২১ এর ৩৮ নম্বর ম্যাচটি রবিবার, আবুধাবির, শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। মুখোমুখি ধোনির চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। কলকাতা টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়।
প্রথমে ব্যাট করতে নেমে কলকাতার ওপেনার শুবমান গিল ৯ রানে আউট হন। ভেঙ্কটেশ আইয়ারও কেবল ১৮ রানই করতে পারে। রাহুল ত্রিপাঠী এই ম্যাচেও ভালো ব্যাটিং করেন। ত্রিপাঠী, ৩৩ বলে করেন ৪৫ রান। ক্যাপ্টেন ইয়ন মরগান এই ইনিংসেও ব্যর্থ হন (৮ রান)। নিতিশ রানা ২৮ বলে করেন অপরাজিত ৩৭ রান। আন্দ্রে রাসেল ২০ রান ও দীনেশ কার্তিক ২৬ রান করেন। কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ১৭১ রান।
চেন্নাই এর বোলার যশ হসেলউড ২ টি, শার্দুল ঠাকুর ২ টি ও রবীন্দ্র জাডেজা ১ টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের ইনিংসের শুরুটা খুব ভালোই হয়। ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও ফাফ ডুপ্লেসিস প্রথম উইকেটের পার্টনারশিপ হিসেবে ৭৪ রান যোগ করেন। ঋতুরাজ, ১৪২.৯ স্ট্রাইক রেট নিয়ে ২ টি ৪ ও ৩ টি ৬ এর সাহায্যে ২৮ বলে করেন ৪০ রান। ডুপ্লেসিস, ১৪৩.৩ স্ট্রাইক রেট নিয়ে ৭ টি ৪ এর সাহায্যে ৩০ বলে করেন ৪৩ রান। মঈন আলি করেন ৩২ রান। রায়না ১১ ও ধোনি ১ রানে আউট হয়ে যাওয়ার পর ইনিংসের হাল ধরেন রবীন্দ্র জাডেজা। জাডেজা, ২৭৫.০ স্ট্রাইক রেট নিয়ে মাত্র ৮ বলে করেন মূল্যবান ২২ রান। জাডেজা, এই ঝোড়ো ইনিংসে ২ টি ৪ ও ২ টি ছক্কা হাঁকান। রবীন্দ্র জাডেজার এই ইনিংস চেন্নাইকে জয় এনে দিতে সাহায্য করে। চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭২ রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ২ উইকেটে জিতে নেয়।
কলকাতার বোলার সুনীল নারায়ন ৩ টি উইকেট নেন। প্রশিদ্ধ কৃষ্ণা, লকি ফার্গুসন, বরণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেল প্রত্যেকে ১ টি করে উইকেট নেন।
কলকাতা নাইট রাইডার্স কে ২ উইকেটে হারিয়ে চেন্নাই সুপার কিংস এই টুর্নামেন্টের পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল। দুর্দান্ত ব্যাটিং ও বোলিং এর জন্য চেন্নাইয়ের রবীন্দ্র জাডেজা ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।
ম্যাচের স্কোর কার্ড --
---------------------------------
KKR - ১৭১/৬ (২০ ওভার)
CSK - ১৭২/৮ (২০ ওভার)
চেন্নাই সুপার কিংস ২ উইকেটে জয়ী।
No comments:
Post a Comment