Breaking

Sunday, September 26, 2021

আইপিএল ২০২১ : রাজস্থান রয়েলসকে হারিয়ে জয় পেলো দিল্লি ক্যাপিটালস

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম :  আইপিএল ২০২১ এর ৩৬ নম্বর ম্যাচটি শনিবার, আবুধাবির, শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়েলস। রাজস্থান রয়েলসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন টসে জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেন। 
দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করতে আসে কিন্তু তাদের ইনিংসের শুরুটা মোটেই ভালো হয়নি। ওপেনার পৃথ্বী শা ১০ রান ও শিখর ধাওয়ান ৮ রান করে আউট হয়ে যান। এরপর শ্রেয়াস আইয়ার, ক্যাপ্টেন ঋষভ পান্থ ও সিমরন হেটমায়ার দিল্লির ইনিংসের হাল ধরেন। শ্রেয়াস আইয়ার ৩২ বলে করেন মূল্যবান ৪৩ রান। ঋষভ পান্থ ২৪ ও সিমরন হেটমায়ার ২৮ রান করেন। DC নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে করে ১৫৪ রান। 
রাজস্থান রয়েলস এর বোলার মোস্তাফিজুর রহমান এই ম্যাচে ভালো বল করেন। তিনি ২২ রান দিয়ে ২ টি উইকেট নেন। চেতন শাকারিয়া ২ টি, কার্তিক ত্যাগী ও রাহুল তেওয়াটিয়া ১ টি করে উইকেট নেন। 
জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়েলস এর ইনিংসের শুরুটাও মোটেই ভালো হয়নি। ওপেনার লিয়াম লিভিংস্টন ১ রান ও যশস্বী জয়সওয়াল ৫ রান করে আউট হয়ে যান। RR এর ক্যাপ্টেন সঞ্জু স্যামসন ইনিংসের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন কিন্তু অপর দিক থেকে কোন ব্যাটসম্যানের সাহায্য তিনি পাননি। সঞ্জু স্যামসন, ১৩২.১ স্ট্রাইক রেট নিয়ে ৮ টি ৪ ও ১ টি ছক্কার সাহায্যে ৫৩ বলে করেন অপরাজিত ৭০ রান। কিন্তু শেষ পর্যন্ত তিনি দলকে জয় এনে দিতে ব্যার্থ হন। RR নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১২১ রানই করতে পারে। দিল্লি ক্যাপিটালস এই ম্যাচটি ৩৩ রানে জিতে নেয়। দিল্লির বোলার আনরিচ  নর্টজে ২ টি উইকেট নেন। আবেশ খান, রবীচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা ও আকসার প্যাটেল প্রত্যেকে ১ টি করে উইকেট নেন। 
রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিল্লি ক্যাপিটালস এই ম্যাচটিকে ৩৩ রানে জিতে নেয়। এই ম্যাচটি জিতে দিল্লি টুর্নামেন্টের পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল। দিল্লির ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। 
ম্যাচের স্কোর কার্ড --
--------------------------------
DC - ১৫৪/৬ (২০ ওভার) 
RR - ১২১/৬ (২০ ওভার) 

দিল্লি ক্যাপিটালস ৩৩ রানে জয়ী।

No comments:

Post a Comment

Adbox