Breaking

Saturday, September 25, 2021

আমির খানের কাছে আর্থিক সাহায্য চাইলেন সহ অভিনেত্রী

বিনোদন ডেস্ক :  আমির খানের জনপ্রিয় একটি ছবি হল ' লগান '। ছবিটি ২০০১ সালে মুক্তি পায়। এই ছবিতে ' কেশরিয়া ' নামের এক চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী ' পারভিনা বানু '- কে। 
তারপর থেকেই অভিনয় থেকে দূরে রয়েছেন বহুদিন। গত বছর তার রক্তক্ষরণ হয় মস্তিষ্কে এবং তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। তারপর থেকেই তিনি ভুগছেন নানা রকম শারীরিক অসুস্থতায়। অন্যদিকে প্রবল আর্থিক অনটন দেখা দিয়েছে পারভিনার। বর্তমানে তিনি এখন কর্মহীন। নিজের আর্থিক অনটনের কথা তিনি জানাতে চান তার একদা সহকর্মী আমির খানকে। 
অভিনেত্রীর আশা, আমির খান তার অবস্থার কথা জানলে অবশ্যই তিনি কিছু ব্যাবস্থা করবেন। অভিনেত্রী জানান, তিনি তার বন্ধু ও পরিচিতদের কাছে সবসময় সাহায্য পেয়ে এসেছেন। মুম্বাই এর সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, আমার একটা কাজ দরকার। একটা কাজের জন্য আমি আমিরকে অনুরোধ করবো। আমির, আমার অসুস্থতার কথা জানলে আমাকে অবশ্যই সাহায্য করতেন। এখন প্রশ্ন একটাই, একদা সহ অভিনেত্রীর এই দুরবস্থার কথা জানলে আমির খান তাকে কিভাবে সাহায্য করবেন।

No comments:

Post a Comment

Adbox