প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসি - র বিরুদ্ধে মাঠে নামে এটিকে মোহনবাগান। সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এই মরশুমের মোট ছয়টি ম্যাচ খেলেছে। আর তার মধ্যে মাত্র একটি জয়ের মুখ দেখেছে তারা। তার মধ্যে শেষ তিন ম্যাচে হেরেছে বেঙ্গালুরু। অন্যদিকে এটিকে মোহনবাগান এর শেষ জয় কলকাতা ডার্বির ম্যাচে। তারপর থেকেই কেমন যেনো বেসুরো সবুজ - মেরুন ব্রিগেড।
এই ম্যাচের শুরুতেই এগিয়ে যায় এটিকে মোহনবাগান। ১৩ মিনিটের মাথায় গোল করে শুভাশীষ বোস (১-০)। এরপর ১৮ মিনিটের মাথায় গোল শোধ করে বেঙ্গালুরু এফসি। ক্লেটন সিলভা (পেনাল্টি) করেন ম্যাচের দ্বিতীয় গোল (১-১)।
দানিশ ফারুক ২৬ মিনিটের মাথায় গোল করলে এগিয়ে যায় বেঙ্গালুরু (২-১)। এরপর ৩৮ মিনিটের মাথায় হুগো বুমোস এর গোলে ম্যাচে সমতা ফেরায় মোহনবাগান (২-২)। হাফ - টাইমের বিরতিতে যাবার আগে ম্যাচের ফল দাড়ায় ২-২।
দ্বিতীয়ার্ধের খেলায় ৫৮ মিনিটের মাথায় রয় কৃষ্ণার গোলে (পেনাল্টি) আবার ম্যাচে লিড নেয় মোহনবাগান (৩-২)। কিন্তু বেঙ্গালুরু ম্যাচ শেষের আগেই গোল করে দেয়। প্রিন্স ইবারা ম্যাচের ৭২ মিনিটের মাথায় গোল করে সবুজ - মেরুনের জয়ের পথ কঠিন করে তোলে (৩-৩)।
অনেক চেষ্টা সত্ত্বেও ফুল - টাইমের আগে আর গোল করে পারেনি সবুজ - মেরুন ব্রিগেড। ফলে এই ম্যাচেও ড্র করলো এটিকে মোহনবাগান। ম্যাচে মোট ছ'টি গোল হওয়া সত্ত্বেও পয়েন্ট ভাগাভাগি করে নিতে হলো দুই দলকে। শুভাশীস বোস একটি গোল ও অল - রাউন্ড পারফরম্যান্স এর জন্য 'হিরো অফ দ্যা ম্যাচ' পুরস্কার পান।
No comments:
Post a Comment