১৪ ই ডিসেম্বর ২০২১ বাংলার ২৭ শে অগ্রহায়ণ ১৪২৮ মঙ্গলবারের প্রাত্যহিক। এক নজরে দেখেনিন আজ সারা দিনের খুঁটিনাটি তথ্য।
আজ মঙ্গলবারের তিথি- আজকের শুক্ল একাদশী। রাত্রি ১১.৩৭ মিনিট পর্যন্ত পরে শুক্ল দ্বাদশী।
আজকের নক্ষত্র- আজ কিন্তু অশ্বিনী নক্ষত্র। যা থাকবে বুধবার সকাল ৪.৪১ মিনিট পর্যন্ত। পরে ভরণী নক্ষত্র।
রাশি- আজকের জাতক জাতিকাদের জন্মের রাশি কিন্তু মেষ।
কলকাতার সময় অনুসারে আজকের সূর্যোদয়- সকাল ৬.১১ মিনিটে।
আর সূর্যাস্ত- বিকাল ৪.৫০ মিনিটে।
আজকের দিনে ১৯১২ সালে জন্মগ্রহণ করে ছিলেন হেমাঙ্গ বিশ্বাস। পাশাপাশি আজকের দিনে ১৯২৪ সালের ১৪ ই ডিসেম্বর অভিনেতা রাজ কাপুর জন্মগ্রহণ করেছিলেন। তাই আজ ওনার জন্মদিন।
No comments:
Post a Comment