Breaking

Tuesday, December 14, 2021

দেবী মহাকালী হলেন অখিল ব্রম্ভান্ডের সম্রাজ্ঞী

নিজস্ব প্রতিবেদন : দেবী মহাকালী হলেন শাক্তদের প্রধান আরাধ্য দেবী। দেবী মহাকালী হলেন অখিল ব্রম্ভান্ডের সম্রাজ্ঞী। এই জগতের প্রতিটি কনায় দেবীর প্রকাশ। দেবী হলেন সর্বস্ব রুপিনী, মাতৃরূপা এবং তিনিই হলেন এই বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র আশ্রয় রুপী মাতা। দেবী কালীকে আরাধনায় তুষ্ট করলে সকল দেবতাগণকে তুষ্ট করা যায়। কারণ দেবী কালী সকলেরই আরাধ্যা। স্বয়ং রুদ্র মহাকাল, মহাপ্রলয়ের সময় মহাকাল সমগ্র বিশ্ব ব্রহ্মান্ডকে গ্রাস করেন। সেই মহাকালও দেবীর বিভূতি। মহাপ্রলয় কালে সকল ভূতবর্গকে মহাকাল গ্রাস করেন। সকলের মৃত্যু স্বরূপ বা কাল স্বরূপ বলেই তিনি মহাকাল রূপে পরিচিত। কিন্তু হে অমিতবীর্য্যে, দেবী এই মহাকালকেও গ্রাস করেন। দেবী মহাকালেরও মৃত্যু স্বরূপা, তাই দেবী হলেন মহাকালী, আদ্যাশক্তি। 


দেবী একাধারে সাকার আবার নিরাকার পরমব্রহ্ম। দেবী মায়ার দ্বারা বহুরূপে এই ব্রম্ভান্ডে বিরাজ করেন। দেবী কালীরই আর এক রূপ হলো মহামায়া। এই বিশ্বব্রহ্মাণ্ডের আদি এবং অনাদি রূপ হলেন দেবী মহাকালী। দেবীর সৃষ্টিও নেই, ধ্বংসও নেই। এই বিশ্ব চরাচরের একমাত্র কর্ত্রী (সৃষ্টি কর্ত্রী), হর্ত্রী (ধ্বংস কর্ত্রী) ও পালিকা (পলিকা কর্ত্রী) হলেন স্বয়ং দেবী মহাকালী। 

No comments:

Post a Comment

Adbox