Breaking

Tuesday, December 14, 2021

"মিস ইউনিভার্স ২০২১" খেতাব জিতলেন ভারতীয় সুন্দরী "হার্নাজ সান্ধু"

বিনোদন ডেস্ক, আমার কলম :  "মিস ইউনিভার্স ২০২১" এবার অনুষ্ঠিত হয় ইজরায়েলে। আর এই ৭০ তম "মিস ইউনিভার্স" প্রতিযোগিতায় বিশ্ব সুন্দরীর খেতাব জিতলেন ভারতীয় সুন্দরী "হার্নাজ সান্ধু"। মাত্র ২১ বছর বয়সেই হার্নাজ সান্ধু এই কৃতিত্ব অর্জন করেছেন। হার্নাজ হলেন তৃতীয় ভারতীয় সুন্দরী যিনি এই খেতাব অর্জন করেছেন। 


এর আগে প্রথম ভারতীয় সুন্দরী হিসাবে "মিস ইউনিভার্স" খেতাব জিতেছিলেন বঙ্গ তনয়া 'সুস্মিতা সেন' (১৯৯৪ সালে)। দ্বিতীয় ভারতীয় সুন্দরী হিসাবে এই সম্মান অর্জন করেছিলেন 'লারা দত্ত' (২০০০ সালে)। আর এবার 'তৃতীয় ভারতীয় সুন্দরী' হিসাবে এই সম্মান অর্জন করলেন "হার্নাজ সান্ধু" (২০২১ সালে)। দীর্ঘ ২১ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে চণ্ডীগড়ের কন্যা "হার্নাজ সান্ধু" এই সম্মান এনে দিলেন ভারতের ঘরে। '২০২০ সালের মিস ইউনিভার্স' মেক্সিকোর 'আন্দ্রেয়া মেজা' নতুন মিস ইউনিভার্স "হার্নাজ সান্ধু"র মাথায় হিরে খচিত তাজ পরিয়ে দেন। হার্নাজ এর এই সাফল্যে আনন্দিত গোটা দেশ। 

No comments:

Post a Comment

Adbox